Homeসব খবরবিনোদনফের বুবলীর ২৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল

ফের বুবলীর ২৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল

ঈদুল ফিতরে শাকিব খানের একমাত্র সিনেমা ‘লিডার, আমিই বাংলাদেশ’। আর তাই দর্শকের আগ্রহের কেন্দ্রবিন্দুতে সিনেমাটি। এতে তার সঙ্গী হয়েছেন চিত্রনায়িকা শবনম বুবলী। ক্রমশ বাড়ছে অন্তর্জালে সিনেমাটির গান, ভিডিও নিয়ে দর্শকদের প্রতিক্রিয়া। বেশির ভাগই শুভেচ্ছা জানাচ্ছেন বুবলী ও শাকিব খানকে। সম্প্রতি দশর্কদের একটি ভিডিও ভাইরাল হয়েছে নেটমাধ্যমে।

সিনেমাটি সারাদেশে মুক্তির প্রথম দিনেই আলোড়ন ফেলে দিয়েছে। একই সঙ্গে মাল্টিপ্লেক্সেও ‘লিডার, আমিই বাংলাদেশ’ দেখতে দর্শকদের চাপ বেড়েছে। এ কারণে তিনটি শো থেকে বাড়িয়ে রোববার (২৩ এপ্রিল) থেকে দৈনিক পাঁচটি শো চালাচ্ছে যমুনা ব্লকবাস্টার সিনেমাস কর্তৃপক্ষ।

ঈদের দিন (২২ এপ্রিল) থেকে সারাদেশের ১০০ সিনেমা হলে মুক্তি পেয়েছে বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড প্রযোজিত এই সিনেমাটি। এদিকে মুক্তির আগেই সিনেমাটির টিজার, দুটো প্রকাশিত গান ও ট্রেলার নিয়ে বেশ আলোচনা চলে সিনেমাপাড়া ও দশর্কমহলে।

প্রসঙ্গত, সিনেমাটির কাহিনি ও সংলাপ লিখেছেন দেলোয়ার হোসেন দিল। এতে শাকিব খান, বুবলীর পাশাপাশি আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, শহিদুজ্জামান সেলিম, এল আর সীমান্ত, সুব্রত প্রমুখ। সিনেমাটির ডিস্টিবিউশন করছে টিওটি ফিল্মস।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন:

Advertisement