Homeসব খবরজাতীয়ফরম কেনার পর শিমলা বললেন, প্রধানমন্ত্রীকে স্বপ্নে দেখেছি

ফরম কেনার পর শিমলা বললেন, প্রধানমন্ত্রীকে স্বপ্নে দেখেছি

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ঝিনাইদেহ-১ আসনের জন্য আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ‘ম্যাডাম ফুলি’—এক ছবিতেই সারা বাংলায় পরিচিতি পেয়েছিলেন নায়িকা শিমলা।  যার ভালো নাম শামসুন্নাহার শিমলা। এরপর জানালেন নিজের পরিকল্পনার কথা। তার দাবি, স্বপ্নে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেখেছেন।

মনোনয়ন ফরম কেনা প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি আওয়ামী লীগ পরিবারের সন্তান। আমার চাচা মুক্তিযোদ্ধা। দীর্ঘদিন ধরেই আওয়ামী লীগের রাজনীতিতে জড়িত। তবে আগে সেভাবে সরাসরি রাজনীতির মাঠে কাজ করা হয়নি। শতভাগ নিশ্চিত হয়ে বলতে পারি যে, আমি নমিনেশন পাব না। আমি এটি ডির্জাভ করি না। সিনিয়র অনেকেই আছেন ভালো কাজ করে এগিয়ে। তবে প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য তরুণদের নিয়ে কাজ করতে চান। সে কারণেই নির্বাচনে আগ্রহী হয়েছি।’

জননেত্রীকে তিনি খুব ভালোবাসেন—সে প্রসঙ্গেও কথা বলেছেন। তার ভাষ্য, ‘আমাকে সেভাবে কাছ থেকে কিংবা কাজের মাধ্যমে প্রধানমন্ত্রীর চেনার সুযোগ হয়নি। তাকে আমার খুবই ভালো লাগে। অনেক আগে আমি তাকে ঘুমের মধ্যে স্বপ্নেও দেখেছি। অনেকে হয়ত এটি বিশ্বাস করবে না। তার দৃষ্টি পাওয়ার জন্য বলছি। মূলত তা নয়।’

স্বপ্নে কী দেখেছেন জানতে চাইলে, তিনি বলেন, ‘দেখেছিলাম অনেক বড় মঞ্চে আমি প্রধানমন্ত্রীর সামনে। তিনি আমাকে কিছু একটা দিচ্ছেন। খুব পরিচ্ছন্ন স্বপ্ন। মনোনয়ন ফরম তোলার সময় আমার শুধু সেই স্বপ্নের কথা মনে পড়ছিল। জানি না কী হবে, তবে তিনি চাইলে অবশ্যই আমি আমার সর্বোচ্চ করব।’

মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীকে নিয়ে। ‘মাননীয় প্রধানমন্ত্রী আমার অনেক পছন্দের মানুষ। তিনি ভালোবাসার মতো একজন মানুষ। তার কিছু কথা আমার ভীষণ ভালো লাগে। তার মধ্যে নিজের মাকে খুঁজে পাই’—বললেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এ তারকা।

শিমলা সম্প্রতি শেষ করেছেন সৈয়দ ওয়াহিদুজ্জামান ডায়মন্ডের ‘দক্ষিণ দুয়ার’ চলচ্চিত্র। চলতি বছরই মুক্তি পাওয়ার কথা ছিল। তবে নতুন বছরে মুক্তি পাবে। ছবিতে আরও অভিনয় করেছেন ফেরদৌস ও অধরা খান।

সূত্র: ইনডিপেনডেন্ট ডিজিটাল।

Advertisement