Homeঅন্যান্যপ্রেমের টানে বরিশালে মালয়েশিয়ান তরুণী

প্রেমের টানে বরিশালে মালয়েশিয়ান তরুণী

প্রেমের টানে মালয়েশিয়া থেকে আনিসা (২৭) নামে এক তরুণী বরিশালের উজিরপুরে প্রেমিক সুমন শিকদারের কাছে ছুটে এসেছেন। ছয় বছর প্রেমের সম্পর্কের পর তাকে বিয়ের উদ্দেশে নিজ জন্মভূমি মালয়েশিয়া থেকে পাড়ি দেন প্রেমিকের বাড়িতে।

উজিরপুর উপজেলার বরাকোঠা ইউনিয়নের উত্তর লস্কারপুর গ্রামের মজিবর শিকদারের ছেলে সুমন শিকদারের (২৮) প্রেমে পড়েন আনিসা। বরিশাল আসার পর সুমনের সঙ্গেই বিয়ে সম্পন্ন হয়েছে তার। এরমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ে ও ঘুরে বেড়ানোর ছবিও শেয়ার করেছেন এই নবদম্পতি।

সুমন শিকদার জানান, ৯ বছর আগে কর্মসংস্থানের জন্য মালয়েশিয়া পাড়ি জমান তিনি। সেখানে আনিসার সঙ্গে প্রথমে পরিচয় হয়। পরে ধীরে ধীরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

আনিসাকে উল্লেখ করে সুমন বলেন, আমাদের ছয় বছরের সম্পর্ক। আনিসার ইচ্ছা ছিল বাংলাদেশে এসে ধুমধাম করে আমাকে বিয়ে করবে। তার ইচ্ছাতেই গত ২৯ জানুয়ারি আনিসাকে আমার সঙ্গে বাংলাদেশে নিয়ে আসি। বুধবার (৩১ জানুয়ারি) আমাদের পারিবারিকভাবে বিয়ে সম্পন্ন হয়। আনিসার বাবা-মা মালয়েশিয়ায় ভিডিওকলে বিয়ে দেখেছেন। আগামী ২৮ ফেব্রুয়ারি আমরাও মালয়েশিয়া চলে যাব।

Advertisement