Homeসব খবরবিনোদনপ্রেমিক হতে হলে আগে বিশ্বস্ত হতে হবে : প্রভা

প্রেমিক হতে হলে আগে বিশ্বস্ত হতে হবে : প্রভা

সম্প্রতি ভালোবাসা দিবসে একটি ভিডিও সাক্ষাৎকারে প্রেম নিয়ে মুখ খুলেছেন তিনি। জানিয়েছেন, নিজের জন্য কেমন প্রেমিক পছন্দ প্রভার। দেশের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। ২০০৫ সালে মডেল হিসেবে যাত্রা শুরু করলেও নিজের অন্যান্য কাজ দিয়েও জায়গা করে নিয়েছেন মানুষের মনে।

অভিনেত্রী প্রভা শুধু তাঁর নাটক নয়, তাঁর ব্যক্তিজীবন নিয়েও ভক্তদের রয়েছে প্রবল আগ্রহ। বিশেষ করে প্রভার প্রেম-বিয়ে এসব নিয়ে যেন সবার কৌতূহলের শেষ নেই।প্রভা বলেন, প্রভার প্রেমিক বা পছন্দের পাত্র হতে হলে প্রথমত শতভাগ বিশ্বস্ত হতে হবে। তারপর সেই প্রেমিককে হতে হবে মাদক থেকে দূরে থাকা কেউ। এই দুটি গুণ বা যোগ্যতা থাকলে বাকিগুলো মানিয়ে নেবেন প্রভা।

Advertisement