Homeসব খবরবিনোদনপ্রধানমন্ত্রীর হাত থেকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার নিলেন বিজয়ীরা

প্রধানমন্ত্রীর হাত থেকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার নিলেন বিজয়ীরা

মঙ্গলবার (১৪ নভেম্বর) ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২২’ প্রদান করা হয়েছে। এ বছর চলচ্চিত্রে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় ২৭ বিভাগে ৩৩টি পুরস্কারে পেয়েছেন মনোনিতরা। সন্ধ্যা ৬টা থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত হয় এই অনুষ্ঠান।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে এ আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনায় সহায়তা করছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। প্রায় দেড় ঘণ্টা দৈর্ঘ্যের সাংস্কৃতিক অনুষ্ঠানও হচ্ছে এতে।

পুরস্কার প্রদান শেষে এখন চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রথমেই মঞ্চে আসবেন চিত্রনায়ক আদর আজাদ ও চিত্রনায়িকা পূজা চেরি। এই শিল্পীদ্বয় ‘ও হে শ্যাম’, ‘আয় বৃষ্টি ঝেপে’ গানের সঙ্গে পারফর্ম করবেন। রয়েছে ঈগল ড্যান্স কোম্পানির কোরিগ্রাফিতে নুসরাত ফারিয়ার পারফরম্যান্স। এরপর রয়েছে অপু বিশ্বাস-তমা মির্জা, দীঘি-সায়মন, জায়েদ খান-আঁচল ও গাজী আবদুন নুর-সোহানা সাবার পরিবেশনা।

জায়েদ ও আঁচল খসরু ও রোজিনার সিনেমার গান ‘ও প্রাণের রাজা’, ‘ছেড়ো না ছেড়ো না হাত’-এ পারফর্ম করবেন বলে জানা গেছে। গাইবেন মমতাজ, বালাম-কোনাল, ইমরান-কনা, লিজা-সাব্বির ও জান্নাতুল ফেরদৌস ঐশী।

এ ছাড়া অভিনেতা মীর সাব্বির ও তারিন জাহান মঞ্চে উঠবেন। নোয়াখালী ও বরিশালের ভাষায় রয়েছে এই শিল্পীদ্বয়ের পরিবেশনা। অনুষ্ঠান শেষ হবে সাদিয়া ইসলাম মৌয়ের একটি দেশীয় নৃত্য পরিবেশনার মাধ্যমে। এর নিদের্শনায় রয়েছেন কবিরুল ইসলাম রতন।

গতবারের মতো এবারও নাচ ও গানের কোরিওগ্রাফির দায়িত্বে আছেন নৃত্যশিল্পী ইভান শাহরিয়ার সোহাগ। এবারের আয়োজনটি উপস্থাপনা করছেন ফেরদৌস ও পূর্ণিমা।

পুরস্কার হিসেবে নির্বাচিত সবাইকে দেওয়া হয়েছে ১৮ ক্যারেট মানের ১৫ গ্রাম ওজনের সোনা দিয়ে তৈরি একটি পদক, পদকের একটি রেপ্লিকা ও এককালীন সম্মানী ও সম্মাননাপত্র। আজীবন সম্মাননার জন্য ৩ লাখ, শ্রেষ্ঠ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র প্রযোজক, শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালকের জন্য ২ লাখ ও অন্যান্য ক্ষেত্রে দেওয়া হয় ১ লাখ টাকা করে।

Advertisement