Homeসব খবরজাতীয়প্রধানমন্ত্রীর সঙ্গে তামিম ইকবালের ‘সৌজন্য সাক্ষাৎ’

প্রধানমন্ত্রীর সঙ্গে তামিম ইকবালের ‘সৌজন্য সাক্ষাৎ’

গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন জাতীয় দলের ক্রিকেটার তামিম ইকবাল। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এ সময় তামিমের সঙ্গে তার স্ত্রী আয়েশা ইকবালও ছিলেন।

সাক্ষাতের ছবি নিজের ফেসবুকে শেয়ার করে তামিম লেখেন, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করা সব সময় আনন্দের। এর আগেও চলতি বছর প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন তামিম। ৭ জুলাই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলার পর তামিমকে গণভবনে ডাকেন প্রধানমন্ত্রী।

তখন সঙ্গে ছিলেন বিসিবি সভাপতি ও সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাও। প্রধানমন্ত্রীর সঙ্গে প্রায় ঘণ্টা তিনেক আলাপের পর অবসরের সিদ্ধান্ত থেকে সরে আসেন তামিম।

Advertisement