Homeসব খবরজাতীয়প্রথমবারের মতো ভারত থেকে আমদানি করা হয়েছে নারিকেল

প্রথমবারের মতো ভারত থেকে আমদানি করা হয়েছে নারিকেল

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে প্রথমবারের মতো ভারত থেকে নারিকেল আমদানি করা হয়েছে। গত বৃহস্পতিবার ভারত থেকে আমদানীকৃত নারিকেলবোঝাই একটি ট্রাক স্থলবন্দরটি দিয়ে দেশে প্রবেশ করে। হিলি স্থলবন্দরের নাশাত ট্রেডার্স এসব নারিকেল আমদানি করেছে। রফতানি করেছে ভারতের বালুরঘাটের এস আনন্দ অ্যান্ড কোং। ভারতের কেরালা রাজ্য থেকে নারিকেল আমদানি করা হয়েছে বলে কাস্টমস সূত্রে জানা গেছে।

মেসার্স নাশাত ট্রেডার্সের স্বত্বাধিকারী নূর ইসলাম বলেন, ‘দেশের বাজারে নারিকেলের বেশ চাহিদা রয়েছে। দেশী নারিকেলের সরবরাহ কম, সেই সঙ্গে দাম তুলনামুলক বেশি হওয়ায় বাজার নিয়ন্ত্রণে ভারত থেকে আমদানির সিদ্ধান্ত নেই। ২০০ টন নারিকেল আমদানির জন্য এলসি খুলেছিলাম। গত বৃহস্পতিবার একটি ট্রাকে ২৫ টন আমদানি করেছি। পরবর্তী সময়ে পর্যায়ক্রমে বাকি নারিকেল আমদানি করা হবে। ভারত থেকে প্রতি টন নারিকেল ২৫০ ডলার মূল্যে আমদানি করা হচ্ছে। কাস্টমসে প্রতি টন ৩০০ ডলার মূল্যে শুল্কায়ন করছে।’

হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, ‘নতুন করে ভারত থেকে নারিকেল আমদানি করা হয়েছে। গত বৃহস্পতিবার একটি ট্রাকে ২৫ টন নারিকেল আমদানি করা হয়েছে। বন্দর দিয়ে নতুন ধরনের পণ্য আমদানির ফলে সরকারের রাজস্ব আহরণ বাড়বে।’

হিলি স্থলবন্দর উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপসহকারী সংগনিরোধ কর্মকর্তা ইউসুফ আলী বলেন, ‘হিলি স্থলবন্দর দিয়ে প্রথমবারের মতো এক আমদানিকারক নারিকেল আমদানি করেছেন। এর আগে এ বন্দর দিয়ে নারিকেল আমদানি হয়নি। পণ্যটি আমদানির পর এরই মধ্যে সংশ্লিষ্ট আমদানিকারক প্রতিষ্ঠান আমাদের দপ্তরে ডকুমেন্টস সাবমিট করেছেন। আমরা পণ্যটি পরীক্ষা-নিরীক্ষা করে সনদ দেয়ার পর কাস্টমস কর্তৃপক্ষ তাদের প্রক্রিয়া শেষ করে পণ্য ছাড় দেবেন।

Advertisement