Homeসব খবরবিনোদনপোস্টারে কেনো হুমায়ূন আহমেদ ও মান্নার নাম!

পোস্টারে কেনো হুমায়ূন আহমেদ ও মান্নার নাম!

ঈদুল ফিতরে মুক্তির জন্য প্রস্তুত একগুচ্ছ সিনেমা। চমকপ্রদ খবর হলো, ‘ওমর’ সিনেমাটি নির্মাতা রাজ উৎসর্গ করেছেন প্রয়াত কিংবদন্তি কথা সাহিত্যিক ও নির্মাতা হুমায়ূন আহমেদ এবং মহানায়ক মান্নার নামে। এর কারণ কী?

নির্মাতা রাজ বলেন, ‘দুজনই আমার এবং সিনেমার অভিনেতা শরীফুল রাজের প্রিয় মানুষ। বিশেষ করে হুমায়ূন আহমেদ আমার সবচেয়ে প্রিয় লেখক। যেহেতু এতদিন পর আমার নতুন সিনেমা মুক্তি পাচ্ছে, তাই মনে হলো ওনাদের উৎসর্গ করি।’

তবে কি সিনেমার সঙ্গে এই দুই কিংবদন্তির চরিত্র যুক্ত আছে? এ প্রসঙ্গে নির্মাতা রাজ বলেন, ‘এটা দর্শককে খুঁজে নিতে হবে। আমি এখনই কিছু বলতে চাই না।’ অর্থাৎ, কিছুটা রহস্য জিইয়ে রাখলেন ‘ওমর’-এর নির্মাতা।

প্রসঙ্গত, ঈদে মুক্তিকে সামনে রেখে বর্তমানে জোর প্রচারণা চালাচ্ছে ‘ওমর’ টিম। তারই অংশ হিসেবে রবিবার প্রকাশ করা হয়েছে সিনেমার একটি পোস্টার। সেই পোস্টারে নেই কোনো নারী চরিত্রের ছবি। শুধুই সাতজন পুরুষ। তারা হলেন- শরীফুল রাজ, নাসির উদ্দিন খান, শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, এরফান মৃধা শিবলু, আবু হুরায়রা তানভীর ও নাফিস আহমেদ।

‘ওমর’-এর ওই পোস্টারেরই উপরে কোনার দিকে লেখা রয়েছে, সিনেমাটি প্রয়াত হুমায়ূন আহমেদ এবং মহানায়ক সৈয়দ মোহাম্মদ আসলাম তালুকদার মান্নাকে উৎসর্গ করা হলো। তাই বলাই যায় সাত অভিনেতার সঙ্গে দুই কিংবদন্তির উপস্থিতি আছে পোস্টারে। বিষয়টি চমক জাগানিয়া।

Advertisement