Homeঅন্যান্যপা দিয়ে লিখে জিপিএ-৫, চমকে দিল রাব্বি

পা দিয়ে লিখে জিপিএ-৫, চমকে দিল রাব্বি

দুই হাত না থাকায় পা দিয়ে এসএসসি পরীক্ষা দেয় রাব্বি। তবুও ফলাফলে হতাশ করেনি সে। জিপিএ-৫ পেয়ে সবাইকে চমকে দিয়েছে রাব্বি। সে স্বাভাবিক ভাবে জন্মগ্রহণ করলেও ২০১৬ সালে স্কুল থেকে বাড়ি ফেরার পথে বিদ্যুৎস্পর্শে তার দুটি হাত কাটা যায়।

রাব্বি সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের বজলুর রহমানের ছেলে। সে ভাটিয়ারী হাজী তোবারাক আলী চৌধুরী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।

গত রবিবার (১২ মে) প্রকাশিত এসএসসি ফলাফলে রাব্বি চট্টগ্রামের ভাটিয়ারী হাজী টিএসসি উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ-৫ অর্জন করে। সে সীতাকুণ্ডের ভাটিয়ারী এলাকার দরিদ্র দিনমুজুর বজলুর রহমানের ছেলে।

জীবনকে এগিয়ে নিতে সে মুখ দিয়ে লেখার চর্চা শুরু করে। এক পর্যায়ে সে একের পর এক পরীক্ষায় সাফল্য পেতে থাকে। কিন্তু আরো এগিয়ে যেতে সে পা দিয়ে লেখাও আয়ত্ব করে। অষ্টম শ্রেণি পর্যন্ত মুখ দিয়ে লিখে সাফল্য পেয়ে আরো দ্রুতগতিতে লিখতে পা দিয়ে লেখা শুরু করে। এবার সে ভাটিয়ারী হাজী টিএসসি উচ্চ বিদ্যালয় থেকে পা দিয়ে লিখেই এসএসসি পরীক্ষা দিয়ে সফলতা পায়।

Advertisement