Homeঅন্যান্যপাহাড়ের আম চাষে তাপদাহের প্রভাব

পাহাড়ের আম চাষে তাপদাহের প্রভাব

খাগড়াছড়িতে চার হাজার একশ ৫০ হেক্টর জমিতে আমের চাষ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ৪৯ হাজার ৮শ মেট্রিক টন। তীব্র তাপদাহের প্রভাব পড়েছে পাহাড়ের আম চাষে। ঝরে পড়ছে অপরিপক্ব আম। এরই মধ্যে ঝরে গেছে প্রায় ৫০ শতাংশ আম। এতে ব্যাপক লোকসানের শঙ্কায় চাষিরা। ঝরে পড়া রোধে বেশি বেশি পানি দেয়ার পরামর্শ দিয়েছে কৃষি বিভাগ।

আম্রপালি,বারি ফোর, মিয়াজাকি, ব্যানানাসহ বিভিন্ন প্রজাতির আম চাষ হয় খাগড়াছড়িতে। সারাদেশে এ জেলার আমের চাহিদাও বেশ। তবে এবার আমের ফলনে হতাশ চাষি।

এ মৌসুমে বেশিরভাগ গাছেই মুকুল আসেনি। যে সব গাছে আম ধরেছে অতিরিক্ত তাপমাত্রায় তার অর্ধেকই ঝরে গেছে। তীব্র খরায় ফ্রুট ড্রপিংয়ে দিশেহারা কৃষকরা। পাহাড়ি এলাকায় সেচ দেয়া কষ্টসাধ্য হওয়ায় বৃষ্টি না হলে এর সমাধান দেখছে না তারা।

পানি আর ওষুধ দিয়েও ঠেকানো যাচ্ছে না আমের ঝরে যাওয়া। ঋণ পরিশোধে দঃশ্চিন্তায় চাষিরা। ফ্রুট ড্রপিং রোধে গাছের গোড়ায় খড় কুটো দিয়ে মাচলিং করা এবং বেশি পানি স্প্রে করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

Advertisement