Homeসব খবরক্রিকেটপারফরম্যান্স দিয়েই সব সমালোচনার জবাব দিতে হয় : লিটন

পারফরম্যান্স দিয়েই সব সমালোচনার জবাব দিতে হয় : লিটন

লিটন দাস এতোদিনে বুঝে গেছেন যে পারফরম্যান্স দিয়েই সব সমালোচনার জবাব দিতে হয়। অফফর্মে থাকলে লিটন দাস সমালোচকদের পছন্দের নিশানায় থাকেন। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে ফর্ম হারিয়ে কী সমালোচনাই না শুনেছেন। অথচ ফরম্যাট বদলাতেই প্রত্যাশিত লিটনের দেখা।

টেস্টের পর ওয়ানডেতেও তার পদচারণ দৃষ্টিনন্দন আর মুগ্ধকর। তরুণ এই ওপেনার আজ সেঞ্চুরি হাঁকিয়ে সব সমালোচকদের মুখ বন্ধ করে দিয়েছেন। ৪১তম ওভারে রশিদ খানকে বাউন্ডারি হাঁকিয়ে ক্যারিয়ারের পাঁচ নম্বর সেঞ্চুরি তুলে নেন এই ওপেনার। আফগানিস্তানের বিপক্ষে এটা তার প্রথম সেঞ্চুরি। ক্যারিয়ারের পাঁচ নম্বর সেঞ্চুরি হাঁকাতে লিটন আজ খেলেছেন ১০৭ বল, হাঁকিয়েছেন ১৪টি বাউন্ডারি। তার ১৩৬ রানের ঝলমলে ইনিংসে ভর করে বাংলাদেশ জিতেছে ৮৮ রানের বিশাল ব্যবধানে।

সেঞ্চুরির সুবাদে ম্যাচসেরার পুরস্কারও উঠেছে লিটনের হাতে। পুরস্কার নেওয়ার সময় লিটন জানালেন তার সেঞ্চুরির রহস্য, ‘আমার লক্ষ্য ছিল টপ অর্ডার ব্যাটার হিসেবে অন্তত ৩৫ ওভার পর্যন্ত খেলা। যদি ততটুক খেলতে পারি তাহলে ৮০ রানের বেশি হয়ে যাবে। চেষ্টা করেছি ইনিংস যতটা সম্ভব বড় করার।’

দুর্দান্ত এই ইনিংস খেলার পথে তৃতীয় উইকেটে মুশফিকুর রহিমের সাথে ২০২ রানের রেকর্ড জুটি গড়েন লিটন। স্মরণীয় জুটির সঙ্গী মুশফিক বলে লিটনের উচ্ছ্বাসও যেন বেশি। তিনি বলেন, ‘জি অবশ্যই, এটা তো আনন্দদায়কই। উনার সাথে আমার অনেকগুলো পার্টনারশিপ আছে।’

Advertisement