Homeসব খবরবিনোদন‘পাঠান’ সিনেমার সাফল্যের কারণ জানালেন সালমান!

‘পাঠান’ সিনেমার সাফল্যের কারণ জানালেন সালমান!

চার বছরের বিরতি, অপেক্ষার ইতি টেনে গেলো ২৫ জানুয়ারি বড় পর্দায় ফেরেন বলিউড বাদশাহ শাহরুখ খান। ‘পাঠান’ সিনেমার মাধ্যমে হয়েছে তার রাজকীয় প্রত্যাবর্তন। হিন্দি সিনেমার অতীতের সমস্ত রেকর্ড গুঁড়িয়ে সর্বোচ্চ আয়ের খেতাব নিজের করে নিয়েছে ছবিটি।

‘পাঠান’-এ শাহরুখ অভিনয় করেছেন নাম ভূমিকায়। তার সঙ্গে রয়েছেন দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহাম। তবে বিশেষ চমক হিসেবে হাজির হন সালমান খান। শেষ দিকের এক দৃশ্যে শাহরুখ-সালমান দুজনে একসঙ্গে শত্রুদের মোকাবিলা করেন। বলা বাহুল্য, ছবির সবচেয়ে আকর্ষণীয় দৃশ্য এটি।

এজন্য অনেকে দাবি করেন, সালমান খানের জন্যই ‘পাঠান’ হিট হয়েছে। কিন্তু এই ক্রেডিট মোটেও নিজের করে নিতে চান না ভাইজান। তার মতে, ছবিটি শুধুমাত্র শাহরুখ ও এর প্রযোজক আদিত্য চোপড়ার কারণে সফল হয়েছে।

সম্প্রতি ‘আপ কি আদালত’ অনুষ্ঠানে অংশ নেন সালমান। সেখানেই সঞ্চালক রজত শর্মা বলেন, ‘অনেকে বলে “পাঠান’কে হিট বানিয়েছেন সালমান…’’ কথাটি শেষ না হতেই সালমানের জবাব, ‘না না, একদমই না। এই কৃতিত্ব শাহরুখ খান ও আদিত্য চোপড়ার কাছ থেকে কেউ ছিনিয়ে নিতে পারবে না। শাহরুখ খুবই ভালো কাজ করেছে। সব ভক্ত তার ছবি দেখার জন্য মরিয়া হয়ে ছিল এবং একটি সঠিক সময়-সুযোগে ছবিটি এসেছে। আমার মনে হয়, হিন্দি সিনেমা ইন্ডাস্ট্রির সবচেয়ে সফল ছবি এটি।’

‘পাঠান’ নির্মাণ করেছেন সিদ্ধার্থ আনন্দ। ২২৫ কোটি রুপি বাজেটে নির্মিত ছবিটি বিশ্বব্যাপী ১ হাজার ৫০ কোটি রুপি আয় করেছে।

প্রসঙ্গত, সালমান খান অভিনীত নতুন ছবি মুক্তি পেয়েছে সদ্য গত হওয়া ঈদে। ‘কিসি কা ভাই কিসি কি জান’ নামের ছবিটি যদিও আশানুরূপ সাফল্য পাচ্ছে না। তবে প্রথম সপ্তাহ শেষে বিশ্বব্যাপী ১৫১ কোটি রুপি আয় করতে সক্ষম হয়েছে।

সূত্র: হিন্দুস্তান টাইমস

Advertisement