Homeসব খবরজেলার খবরপাওনাদারের ধাওয়া খেয়ে ৪০ ফুট গভীরে, উদ্ধার করল ফায়ার...

পাওনাদারের ধাওয়া খেয়ে ৪০ ফুট গভীরে, উদ্ধার করল ফায়ার সার্ভিস

রাজধানীর গেন্ডারিয়া এলাকায় চারতলার সংযোগস্থলের ভয়েড স্পেসের ৪০ ফুট গভীর থেকে সালমান (২৪) নামে এক যুবককে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। তিনি ওই এলাকার বাসিন্দা। সোমবার ফায়ার সার্ভিস অধিদপ্তর থেকে ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

এর আগে খবর পেয়ে রাত ১টা ৩০ মিনিটের দিকে ওই যুবককে উদ্ধারের অভিযানে নামে ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা। প্রায় এক ঘণ্টা অভিযান শেষে রাত ২টা ৩০ মিনিটে ৪০ ফুট গভীর থেকে সালমানকে জীবিত উদ্ধার করে নিয়ে আসেন উদ্ধারকারীরা। উদ্ধারের পর অ্যাম্বুলেন্সে করে সালমানকে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, পাওনাদারদের ধাওয়া খেয়ে পালানোর জন্য চারতলার একটি ভবনের ছাদে উঠেন সালমান। পরে সেখান থেকে পালানোর সময় চারতলার সংযোগস্থলের ভয়েড স্পেসের ৪০ ফুট গভীর পড়ে যান তিনি। এসময় চিৎকার করতে থাকেন সালমান। এরপর প্রত্যক্ষদর্শীরা শনিবার (২৬ ফেব্রুয়ারি) রাতে ফায়ার সার্ভিসকে খবর দিয়ে বিষয়টি জানায়।

স্থানীয়রা জানান, সালমানের কাছে অনেকে লোক টাকা পায়। পাওনাদারদের ধাওয়া খেয়ে পালানোর সময় তিনি ৪০ ফুট গভীরে পড়ে যান। ঢামেক সূত্রে জানা যায়, বর্তমানে সালমান সুস্থ আছেন এবং তিনি হাসপাতালে চিকিৎসাধীন।

Advertisement