Homeসব খবরজেলার খবরপর্যটক এক্সপ্রেস: ঢাকা–কক্সবাজার রুটে নতুন ট্রেন, থামবে না কোথাও

পর্যটক এক্সপ্রেস: ঢাকা–কক্সবাজার রুটে নতুন ট্রেন, থামবে না কোথাও

ঢাকা–কক্সবাজার রুটে চলাচলের জন্য নতুন ট্রেনটির নাম ঠিক করা হয়েছে আন্তঃনগর পর্যটক এক্সপ্রেস। এ নাম অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১০ জানুয়ারি নতুন ট্রেন চলাচল শুরুর কথা রয়েছে। গত সোমবার বাংলাদেশ রেলওয়ের ট্রাফিক ট্রান্সপোর্টেশন শাখার উপপরিচালক (টিটি) মো. শওকত জামিল মোহসীন স্বাক্ষরিত এক নির্দেশপত্রে এসব তথ্য জানানো হয়।

জানা যায়, কোরিয়া থেকে সদ্য আমদানি করা কোচ দিয়ে ট্রেনটি পরিচালনা করা হবে। ট্রেনটি রাত আটটায় কক্সবাজার থেকে ছাড়বে। ঢাকায় পৌঁছাবে ভোর সাড়ে চারটায়। ঢাকা থেকে সকাল সোয়া ছয়টায় ছেড়ে ট্রেনটি কক্সবাজারে পৌঁছাবে বেলা তিনটায়।

এর আগে ট্রেনটির পালংকি, তরঙ্গ, প্রবাল এক্সপ্রেস এ তিনটি নামসহ একটি প্রস্তাবনা পাঠানো হয়েছিল প্রধানমন্ত্রীর দপ্তরে।

রেলওয়ে বলছে, ঢাকা থেকে কক্সবাজার রুটে ট্রেন ভ্রমণে পর্যটকদের কাছ থেকে অভাবনীয় সাড়া পাওয়া গেছে। এমন পরিস্থিতিতে এ রুটে আরও একটি ট্রেন চালুর সিদ্ধান্ত নিয়েছেন তারা। এই ট্রেনে কোচ থাকবে ১৬টি, যাতে মোট আসন থাকবে ৭৮০টি। রোববার বন্ধ থাকবে এ ট্রেন।

Advertisement