Homeসব খবরজেলার খবরপদ্মা সেতু উদ্বোধন উদযাপনে বাগেরহাটে আনন্দ মেলা

পদ্মা সেতু উদ্বোধন উদযাপনে বাগেরহাটে আনন্দ মেলা

প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত মানুষের আগমনে মুখর হয়ে উঠে মেলা প্রাঙ্গণ। মেলায় নানা ধরনের পসরা নিয়ে বসেছে দোকানিরা। নারীদের সাজসজ্জার বিভিন্ন উপকরণ থেকে শুরু করে বাসাবাড়িতে মানুষের প্রয়োজনীয় নানা পণ্য পাওয়া যাচ্ছে মেলায়। নাগরদোলা, নৌকা, ছোটদের ট্রেন ভ্রমণসহ নানা ধরণের রাইড রয়েছে মেলায়। মেলায় আসা রাখি নামে এক কলেজছাত্রী বলেন, পদ্মা সেতু আনন্দ এবং উৎসবের বিষয় তা মেলার মধ্যে দিয়ে প্রমাণ পেলো। পদ্মা সেতু উদ্বোধন হওয়ায় আমরা জাতি হিসেবে গর্বিত।

স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন উদযাপন উপলক্ষে বাগেরহাটে চলছে সপ্তাহ ব্যাপী আনন্দ মেলা। সেতু উদ্বোধন উদযাপনকে স্মরণীয় করে রাখতে এই মেলার আয়োজন করেছে বাগেরহাট জেলা প্রশাসন। বাগেরহাট জেলা পরিষদ অডিটরিয়ম চত্বরে গত শুক্রবার থেকে শুরু হওয়া এই মেলা চলবে আগামীকাল বৃহস্পতিবার পর্যন্ত।মেলাকে ঘিরে মানুষের মধ্যে উৎসবে নতুনমাত্রা যোগ হয়েছে। শিশু থেকে শুরু করে সব বয়সের মানুষের দেখা মিলছে মেলায়। একই সাথে প্রতিদিন সন্ধ্যায় চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান।

মেলাতে আসা দর্শনার্থীরা জানান, মেলা হলেই গ্রামবাংলার ঐতিহ্য উঠে আসে। অন্য যে কোন মেলার চেয়ে এই মেলা তাদের কাছে বেশি উচ্ছ্বাসের। পদ্মা সেতু উদ্বোধন উদযাপন উপলক্ষে এই মেলা তাদের কাছে স্মরণীয় হয়ে থাকবে। মেলায় যশোর থেকে স্টল নিয়ে আসা রবিউল ইসলাম এবং খুলনা থেকে আসা আনিস জানালেন, মেলায় সন্ধ্যার দিকে দর্শনার্থীদের আগমন বেশি হয়। সব বয়সের মানুষ মেলায় আসছে। মেলার সময় আরও দুইদিন বৃদ্ধি করার দাবি জানান তারা।

এদিকে, বাগেরহাট জেলা কালচারাল অফিসার রফিকুল ইসলাম জানান, মেলার পাশাপাশি প্রতিদিন সন্ধ্যায় যাত্রাপালা, জারিগান, অ্যাক্রোব্যাটিক শোসহ বিভিন্ন ধরণের সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে।

Advertisement