Homeসব খবরবিনোদনপদ্মার পাড়ে জয় বাংলা স্লোগান দিচ্ছেন রিয়াজ

পদ্মার পাড়ে জয় বাংলা স্লোগান দিচ্ছেন রিয়াজ

মানিকগঞ্জের হরিরামপুর থানার গঙ্গা হরদিয়া গ্রামের পদ্মার পাড়ে চলছিল ‘রেডিও’ নামে একটি ছবির শুটিং। এই ছবির মাধ্যমে চিত্রনায়ক রিয়াজ দীর্ঘ দিন পর নতুন সিনেমায় কাজ করছেন। অনন্য মামুনের ‘রেডিও’ ছবিতে অভিনয় করছেন তিনি।

এই সিনেমায় তার সঙ্গে আছেন অভিনেত্রী লাক্স তারকা জাকিয়া বারী মম। চোখের সামনে থেকে নায়ক-নায়িকাকে দেখতে শুটিং স্পটে ভিড় করছেন আশপাশের এলাকার মানুষ। নানা শ্রেণিপেশার মানুষ এসেছেন শুটিং দেখতে।

পরিচালক অনন্য মামুন জানান, ছবির গল্পের প্রয়োজনে এখানে শুটিং করছেন। এলাকাবাসী বেশ সহযোগী মনোভাবের। এখানে টানা কয়েকদিন শুটিং চলবে। এ ছবিতে রিয়াজ-মম ছাড়া আরও অভিনয় করেছেন নাদের চৌধুরী, প্রাণ রায়সহ অনেকেই।-সমকাল।

Advertisement