Homeসব খবরজাতীয়নৌকা মার্কায় নির্বাচন করতে চান হিরো আলম

নৌকা মার্কায় নির্বাচন করতে চান হিরো আলম

বুধবার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হিরো আলম বলেন, এবার আওয়ামী লীগের মনোনয়নে জাতীয় নির্বাচনে অংশ নিতে চাই। এমপি হতে এবার আমি দল থেকে নির্বাচন করবো। কোন দল থেকে নির্বাচন করব সেটা আগে আমি বলিনি। আমার অনেক দিনের সংগ্রাম-লড়াই ছিল জনগণের জন্য। এবার আমি এমপি নির্বাচন করবো। প্রধানমন্ত্রী যদি মনে করেন হিরো আলমকে নৌকা দিবেন তাহলে অবশ্যই আমি ভোট করবো।

হিরো আলম আরও বলেন, বগুড়া-৬ আসন থেকে ভোট করবো। আওয়ামী লীগ যদি দল থেকে নির্বাচন করতে বলে তাহলে করবো। বিএনপিও যদি দল থেকে বলে ভোট করো, আমি ভোট করবো। তবে প্রধানমন্ত্রী যদি নৌকা দেন অবশ্যই আমি নৌকায় ভোট করতে চাই। আপনি কেন নৌকার মনোনয়ন চান প্রশ্নে তিনি বলেন, আমি চাইবো কেন? মাননীয় প্রধানমন্ত্রী যদি নৌকা দেন, আমি অবশ্যই নির্বাচন করব।

এদিন সকালে হুমকির অভিযোগ নিয়ে ডিবি কার্যালয়ে যান হিরো আলম। এসময় তিনি ডিবিপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করেন। এর আগে মঙ্গলবার হিরো আলম বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগে যোগ দিয়েছেন বলে জানিয়েছেন। বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগের নেতাদের সঙ্গে মঙ্গলবার তিনি একটি মিনিবাসে করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ টুঙ্গিপাড়ায় শ্রদ্ধা জানাতে ও জিয়ারত করতে যান।

Advertisement