Homeসব খবরক্রিকেটনির্মাণ শুরু না হলেও খেলা শুরু শেখ হাসিনা স্টেডিয়ামে

নির্মাণ শুরু না হলেও খেলা শুরু শেখ হাসিনা স্টেডিয়ামে

নতুন এক ইতিহাসের সাক্ষী হলো দেশের ক্রিকেট। আনুষ্ঠানিকভাবে স্টেডিয়াম নির্মাণকাজ শুরু না হলেও শুরু হয়েছে মাঠের খেলা। প্রথমবারের মতো প্রতিযোগিতামূলক ক্রিকেট হয়েছে স্বপ্নের শেখ হাসিনা স্টেডিয়ামে। টি-টোয়েন্ট ম্যাচ দিয়ে যেখানে শুরু হয়েছে প্রথম বিভাগ বাছাই পর্ব। নতুন রোমাঞ্চের সাক্ষী হতে পেরে দারুণ উচ্ছ্বসিত অংশ নেওয়া নারী ক্রিকেটাররা।

অগ্রহায়ণের স্নিগ্ধতাকে সঙ্গী করে, গুটি গুটি পায়ে এগিয়ে চলছে স্বপ্ন। সম্ভাবনার আরও এক ধাপ। রোমাঞ্চটা এশিয়া তো বটেই বিশ্বের অন্যতম বৃহত্তম ক্রিকেট স্টেডিয়ামের স্বপ্নযাত্রার সাক্ষী হওয়ার। পূর্বাচলে শেখ হাসিনা স্টেডিয়ামের নির্মাণ কাজ শুরু হওয়া তো দূরের কথা এখনো চূড়ান্তই হয়নি কনসালটেন্ট প্রতিষ্ঠান। তবুও পিচ আর আউটফিল্ড তৈরি করে মাঠে গড়িয়েছে ক্রিকেট।

অবশ্য পরিকল্পনা ছিল আগেই। করোনায় সেবার ভেস্তে গেছে সব আয়োজন। তবে এবার আর নয় কোনো প্রতিবন্ধকতা। শুরুটা জয়িতাদের হাত ধরে। ১০ দল নিয়ে প্রথমবারের মতো মাঠে গড়িয়েছে নারীদের প্রথম বিভাগ বাছাই পর্ব। যেখান থেকে মূল পর্বে উঠবে দুই দল। তবে মাঠের ক্রিকেট ছাপিয়ে তাদের চোখে মুখে ছিল ইতিহাসের সাক্ষী হওয়ার স্বস্তি।

নারী ক্রিকেট দিয়ে শুরু হলেও পর্যায়ক্রমে এই মাঠে হবে ছেলেদের প্রথম ও দ্বিতীয় বিভাগ ক্রিকেট। যা চলবে স্টেডিয়াম নির্মাণকাজ শুরুর আগ পর্যন্ত। সবঠিক থাকল আসছে বছরের এপ্রিলে শুরু হবে শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়ামের আনুষ্ঠানিক নির্মাণকাজ। এ মাঠেই বাংলাদেশ স্বাগতিক হবে ২০৩১ বিশ্বকাপের।-সময় নিউজ।

Advertisement