Homeসব খবরবিনোদননিত্যপণ্যের দাম বৃদ্ধিতে হিরো আলমের গান

নিত্যপণ্যের দাম বৃদ্ধিতে হিরো আলমের গান

আজ বুধবার ‘নিত্যপণ্যের দাম বাড়ছে’ শিরোনাম একটি গান প্রকাশ করেছেন হিরো আলম। এর কথা লিখেছেন বিনোদন সাংবাদিক আকাশ নিবির আর মিউজিক করেছেন মমো রহমান। গানটি হিরো আলমের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও পেজে উন্মুক্ত করা হয়েছে।

যখন বাজারে নিত্যপণ্যের দাম যখন ঊর্ধ্বমুখি; তখন যেন থমকে আছে গোটা দেশবাসী। প্রতিবাদের ভাষা যেন অনড়! কেউ কোনো সাড়া না দিলেও এবার প্রতিবাদী হয়েছেন সামাজিক যোগাযোগের মাধ্যমে আলোচিত-সমালোচিত তারকা আশরাফুল আলম ওরফে হিরো আলম। আর সেই প্রতিবাদি ভাষা তিনি তুলে ধরেছেন গানে।

হিরো আলম বলেন, ‘আলু-পেঁয়াজ-তৈলের দামসহ সব কিছু দাম এখন অনেক বেশি। দেশে একজনের বেতন যদি ৩০ হাজারও হয় তাতে করে বাসাভাড়া আর বাচ্চাদের পড়াশুনা করতেই সব টাকা শেষ। অন্যদিকে একজন ব্যাচেলর যদি ঢাকায় থাকে তার মাসে থাকার খরচ হয় ১০ হাজার টাকার মতো। সেখানে নিত্যপণ্যের দাম যদি এভাবে বাড়তে থাকে তাহলে আমাদের মতো গরীব মানুষের কি হবে? তাহলে বোঝেন বর্তমানে করোনা পরিস্থিতিতে দেশ যখন স্থবির। সেখানে মানুষ তো আগে বেঁচে থাকতে হয়। পরে না হয় ফ্লাট-গাড়ি-বাড়ি কেনা যাবে।’

তিনি আরও বলেন, ‘এখন তো অনেকেই ক্ষমতার গরমে চলে। টাকা দিয়ে পুরস্কার কিনে? অনেকেই ভয়ে কথা বলতে পারে না। তাই আমার এই প্রতিবাদীমূলক গান করা। কেউ তো কথা বলতে ভুলে গেছে। তাই আমি আমার মতো করে প্রতিবাদ শুরু করলাম। বাকিটা আপনাদের উপর ছেড়ে দিলাম। তবে নিত্যপণ্যের দাম অবশ্যই কমাতে হবে বলে।’

Advertisement