Homeসব খবরআন্তর্জাতিকনিজ হাতে মুচির জুতা পালিশ করে দিয়ে আলোচনায় সাংসদ

নিজ হাতে মুচির জুতা পালিশ করে দিয়ে আলোচনায় সাংসদ

যার সারাদিন কাটে অন্যের জুতা পালিশ করে সেই মুচির জুতা পালিশ করে দিয়েছেন এক সাংসদ সদস্য। এই খবরে শ্রোতারা যতটা না অবাক হবেন তারাচেয়েও বেশি অবাক হয়েছেন সেই মুচি।

এই ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের বারওয়ানি জেলায়। আর মুচির কাজ করেছেন সেই জেলারই বিজেপির সংসদ সদস্য সুমের সিং সোলাঙ্কি। এই ঘটনায় ব্যপক আলোচনা-সমালোচনা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।

ভারতের স্থানীয় গণমাধ্যমের খবরে জানা যায়, বুধবার ওই সাংসদ ফুটপাথের ওপর বসা এক মুচির পাশে গিয়ে বসে পড়েন। মুচির পাশে বসে তাঁরই জুতা হাতে তুলে নেন সাংসদ। তারপর তাঁর কাছে থাকা ব্রাশ, ক্রিম, রঙ দিয়ে সেই জুতা পালিশ করে দেন তিনি।

এই সাংসদ জানিয়েছেন, রবিদাস জয়ন্তী উপলক্ষে গুরু রবিদাসের পুজোর অংশ হিসেবে এই কাজ করেছেন তিনি। এটাই তাঁর গুরু রবিদাসের প্রতি শ্রদ্ধার্ঘ। বছর ২৫ আগে তিনি এখানে পড়াশোনা করতেন। তখন তাঁর জুতা মাঝেমধ্যেই ছিঁড়ে যেত। তিনি সেটা সেলাই করতে এখানে আসতেন।

মুচির জুতা পালিশ করার পাশাপাশি সোলাঙ্কি একটি গীতা ওই মুচির হাতে তুলে দেন। তুলে দেন গুরু রবিদাসের ছবিও। অন্য মুচিদেরও তিনি শাল ও গুরু রবিদাসের ছবি উপহার দেন। মুচির জুতা পালিশ করে তিনি মূলত এই সমাজের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বলেও দাবি করেন।

Advertisement