Homeসব খবরক্রিকেটনিউজিল্যান্ড সফরে সিনিয়র ক্রিকেটারদের মধ্যে আছেন শুধু মুশফিক

নিউজিল্যান্ড সফরে সিনিয়র ক্রিকেটারদের মধ্যে আছেন শুধু মুশফিক

পাকিস্তানের বিপক্ষে অনুজ্জ্বল পারফরম্যান্স ও করুণ পরিণতির পর কিছুদিন ঘরে বসে নিজেদের ঝালাই করার সুযোগ নেই। ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টির পর টেস্টেও হতাশাজনক পারফরম্যান্সের পর একদিন নিজ পরিবারের সঙ্গে কাটানোরও ফুরসত মিলবে না। বুধবার সিরিজের দ্বিতীয় টেস্ট শেষে টিম হোটেলে ফিরে দিনগত রাতেই নিউজিল্যান্ড যাত্রা বাংলাদেশ দলের। রাত ১টায় নিউজিল্যান্ডের উদ্দেশ্যে বিমানে চেপে বসবেন মুমিনুল হক, মুশফিকুর রহিমরা।

আগেই জানা আঙুলে ব্যথা পাওয়া তামিম ইকবাল যাবেন না নিউজিল্যান্ড। পারিবারিক কারণে এই সফরের দুই ম্যাচের টেস্ট সিরিজ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন সাকিব আল হাসান। অবসরে যাওয়া মাহমুদউল্লাহ রিয়াদও নেই। সিনিয়র ক্রিকেটারদের মধ্যে আছেন শুধু মুশফিকুর রহিম।

মুমিনুল হকের নেতৃত্বে একঝাঁক তরুণ এবার যাচ্ছেন নিউজিল্যান্ডে। শেষ মুহূর্তে টাইফয়েডে আক্রান্ত সাইফ হাসানও যেতে পারছেন না। দলের বেশিরভাগই বয়সে নবীন। হাতেগোনা ২-৪ টেস্ট খেলার অভিজ্ঞতা সম্পন্ন ক্রিকেটার আছেন বেশ কয়েকজন।

এর মধ্যে ইয়াসির আলী রাব্বি, মাহমুদুল হাসান জয় যাচ্ছেন একটি মাত্র টেস্ট খেলার অভিজ্ঞতা নিয়ে। পেসার শহিদুল ইসলাম ও নাইম শেখ এখনও টেস্ট ক্যাপ পরার অপেক্ষায়। নিউজিল্যান্ড সফরের ১৭ জনের দলে ব্যাটসম্যান কোটায় আছেন সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, নাইম শেখ, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, ইয়াসির আলী রাব্বি। ব্যাকআপ কিপার হিসেবে যাচ্ছেন নুরুল হাসান সোহান।

Advertisement