Homeসব খবরবিনোদননার্স হতে চেয়েছিলেন সানি লিওন

নার্স হতে চেয়েছিলেন সানি লিওন

সংবাদ মাধ্যম ফিল্মিবিট এক খবরে সানি লিওন জানিয়েছে নিজের স্বপ্নের কথা। সাক্ষাৎকারে তিনি বলেছেন, কখনও পর্ন তারকা হওয়ার পরিকল্পনা করেননি তিনি, সবসময়ই হতে চেয়েছিলেন নার্স। সানি লিওনের বয়স যখন ১৫। তখন তিনি যুক্তরাষ্ট্রে ছিলেন। আর সে সময় তিনি একটি বেকারিতে কাজ করতেন। তবে তার আগ্রহ ও প্রত্যাশা ছিল একজন ভালো নার্স হওয়ার। এ লক্ষ্যে তিনি সেখানকার অরেঞ্জ কাউন্টিতে একটি ট্রেনিং সেন্টারেও ভর্তি হয়েছিলেন।

তবে ভাগ্য সানিকে টেনে নিয়ে গেছে অন্য দিকে। সেখানে ড্যান্সার এক বন্ধুর সঙ্গে পরিচয় হয় তার; যে তাকে পেন্থহাউজ ম্যাগাজিনের একজন ফটোগ্রাফারের সাথে পরিচয় করিয়ে দেয়। সেখান থেকে তিনি আর ফিরে আসেননি; যার জন্য আজ তিনি বিখ্যাত হয়ে আছেন। তবে তিনি তার জীবনে কোনো কাজকে তাচ্ছিল্য করেননি।

তিনি তার জীবন সম্পর্কে বলেন, বিশ্বের দরবারে আমি জীবনকে যেভাবে টেনে এনেছি; সেটা আগে কখনো কল্পনা করিনি। আমি আশা করি, চলার পথে আমি যে সংগ্রাম ও বিজয়ের মুখোমুখি হয়েছি তা দর্শক দেখবে যে সেটা আমার জন্য কতটা বন্ধুর ছিল? দিলীপ মেহতার কল্যাণে বলিউড জগতে প্রবেশ করেন সানি। গত কয়েকবছর ধরে একের পর এক নৈপূন্য দেখিয়ে চলেছেন সানি লিওন। বর্তমানে আসন্ন ছবি এক পেহেলি লীলা নিয়ে ব্যস্ত আছেন। আগামী ১০ এপ্রিল সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে সানির নতুন ছবির।

Advertisement