Homeসব খবরজাতীয়নতুন সিইসি কাজী হাবিবুল আউয়ালের নামের প্রস্তাবক ছিলেন ডা....

নতুন সিইসি কাজী হাবিবুল আউয়ালের নামের প্রস্তাবক ছিলেন ডা. জাফরুল্লাহ

নতুন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের নাম প্রস্তাব করেছিলেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। জাতীয় সার্চ কমিটির কাছে নির্বাচন কমিশন গঠনের জন্য যে আটজনের নাম প্রস্তাব করেছিলেন সেখানে আট নম্বরে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হিসেবে নিয়োগ পাওয়া সাবেক সচিব হাবিবুল আউয়ালের নাম ছিল।

গত ১২ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের কনফারেন্স রুমে সার্চ কমিটির বৈঠকে আটজনের নাম প্রস্তাব করেন ডা. জাফরুল্লাহ চৌধুরী।

ডা. জাফরুল্লাহ চৌধুরী যাদের নাম প্রস্তাব করেছেন তারা হলেন- প্রধান নির্বাচন কমিশনার হিসেবে সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন এবং নির্বাচন কমিশনার হিসেবে সাবেক বিচারপতি নাজমুন আরা সুলতানা, সুশাসনের জন্য নাগরিকের (সুজন) বদিউল আলম মজুমদার, সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভুইয়া, সাবেক সচিব শওকাত আলী, খালেদ শামস, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল ও সাবেক আইন সচিব কাজী হাবিবুল আউয়াল।

নিজের দেয়া তালিকা থেকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বেছে নেয়ায় সরকারকে ধন্যবাদ জানিয়ে গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, সরকার একটা ভালো কাজ করল। সব বিরোধীদলকে বলব সিইসিকে মেনে নিতে। তিনি (নতুন সিইসি কাজী হাবিবুল আউয়াল) খারাপ করবেন না।

শনিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নির্বাচন কমিশন গঠন করে প্রজ্ঞাপন জারির পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।-চ্যানেল২৪।

Advertisement