Homeঅন্যান্যনতুন জাতের সয়াবিন আবাদে বাজিমাত

নতুন জাতের সয়াবিন আবাদে বাজিমাত

নতুন জাতের সয়াবিন আবাদ করে বাজিমাত করেছেন নোয়াখালীর কৃষকরা। তাদের দাবি জাতগুলো স্বল্প জীবনকাল হওয়ায় ১০থেকে ১৫ আগেই তোলা যাচ্ছে ঘরে। অন্যদিকে সার-বীজ আর বালাইনাশকের খরচও অনেক কম। কারণ নতুন এসব জাতে রোগবালাই নেই তেমন। আর ফলনও বেড়েছে দেড়গুণ।

পুরনো জাতের পাশাপাশি নোয়াখালীতে এবার আবাদ হয়েছে বিইউ-২ ও বিইউ-৪ জাতের সয়াবিন। স্বল্প জীবনকাল হওয়ায় যা আগেভাগেই ঘরে তুলছেন কৃষকরা। জেলার সুবর্ণচর ও সদরের বিভিন্ন চরাঞ্চলে পরীক্ষামূলক আবাদ হয়েছে নতুন দুটি জাতের। কৃষকরা বলছেন, বড় দানার এ জাতগুলো খরাসহিষ্ণু। সার-বীজ আর বালাইনাশকও লাগে অনেক কম। তাই কমেছে উৎপাদন খরচ।

এ সম্পর্কে কৃষকরা জানান, জাতের অভাবে আগে তারা এমন ফলন পেতেন না। এখন আগের থেকে জাতের অনেক উন্নয়ন হয়েছে। দিন দিন জাতের আরও উন্নয়ন হবে এবং ফসলের পরিমাণও বাড়বে। পুরনো জাতগুলোর চেয়ে ১০ থেকে ১৫ দিন আগেই ঘরে তোলা যাচ্ছে এসব জাতের সয়াবিন। উৎপাদনও বেড়েছে দেড়গুণ।

কৃষক বলেন, আগে ফলন হতে সময় লাগতো। এই জাতের সয়াবিন চাষে ফলন আসতে সময় লাগে কম। ফলে বৃষ্টির আগেই আমরা ফলন পাই।

নতুন জাতের সয়াবিন বিইউ-২ ও ৪ আবাদে কৃষকদের উদ্বুদ্ধ করতে মাঠ দিবসসহ নানা কর্মসূচি চালাচ্ছে বেসরকারি সংস্থা সলিডারিডাট নেটওয়ার্ক। একই সাথে সয়াবিনের বাজারজাত সহজীকরণ ও ন্যায্যমূল্য নিশ্চিতে কাজ করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

সলিডারিডাট নেটওয়ার্ক এশিয়ার কৃষিবিদ মজিবুল হক বলেন, এই সয়াবিনের জাত ব্যাপক আকারে প্রচার করতে পারি তাহলে কৃষকরাও লাভবান হবে। এবং

নোয়াখালীর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপ-পরিচালক শহিদুল হক বলেন, কৃষকরা যেহেতু নগদ মূল্যে বিক্রি করতে পারছে ফলে তাদের কিন্তু আগ্রহ আছে এই সয়াবিন চাষে। আমরা চেষ্টা করছি এই ধরণের সয়াবিন চাষের আগ্রহ যেনো বাড়ে।

জাত দুটির উদ্ভাবক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠানটির উপাচার্য বলছেন, কৃষি ও কৃষকের স্বার্থে সবধরণের গবেষণা কার্যক্রম পরিচালনা করতে প্রস্তুত তারা।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. গিয়াস উদ্দিন মিয়া বলেন, ফলন যদি কম হয় তালে কৃষক কিন্তু এগুলো চাষ করবে না। এছাড়া ফলন এবং পুষ্টিগুণ সমন্বয় করতে হবে। এর জন্য এই দুটি এখন আমাদের গবেষণার মূল বিষয়।

নোয়াখালীর চরাঞ্চলে এ বছর সয়াবিন আবাদ হয়েছে প্রায় ১৬ হাজার হেক্টর জমিতে। এর মধ্যে নতুন জাতের বিইউ-২ ও বিইউ-৪ পরীক্ষামূলক আবাদ হয়েছে ৫০ হেক্টরে।

সূত্র: চ্যানেল২৪।

Advertisement