Homeসব খবরজেলার খবরদেশের বিভিন্ন জেলায় স্বস্তির বৃষ্টি

দেশের বিভিন্ন জেলায় স্বস্তির বৃষ্টি

চট্টগ্রাম, ফেনী, ময়মনসিংহসহ দেশের বিভিন্ন জেলায় বৃষ্টি শুরু হয়েছে। আস্তে আস্তে রাজধানীসহ সারাদেশে এটি ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে।

আজ ২ মে বৃহস্পতিবার আবহাওয়াবিদ একেএম নাজমুল হক জানান, বৃষ্টি হচ্ছে অনেক জায়গায়, আগে যেমন শুধু সিলেটে হচ্ছিল সেটা এখন চট্টগ্রাম ও ময়মনসিংহে ছড়িয়ে পড়েছে। আস্তে আস্তে সারা দেশে এটি ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে।

তিনি বলেন, ঢাকা শহরের আশেপাশে বৃষ্টি হলে শহরে কিছুটা প্রভাব পড়বে। আজ সন্ধ্যার পর ঢাকায় বৃষ্টির কিছুটা সম্ভাবনা রয়েছে তবে তা খুব কম পরিমাণে। আজ ঢাকা বিভাগে বৃষ্টির সম্ভাবনা কম হলেও মুন্সিগঞ্জ, নরসিংদী, নারায়ণগঞ্জ এর দিকে হতে পারে, তবে তা খুব বেশি পরিমাণে নয়।

তিনি আরও বলেন, দেশের বিভিন্ন স্থানে শুরু হওয়া এই বৃষ্টিপাত ৩ তারিখ পর্যন্ত অব্যাহত থাকবে। এরপর ১ দিনের বিরতি দিয়ে ৫ ও ৬ তারিখ ঢাকা, রাজশাহী, সিলেটে বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে। দেশের এই অঞ্চলগুলোতে বৃষ্টি হলে তাপপ্রবাহ কমে যাবে, তখন একটু ঠাণ্ডা পরিস্থিতি বিরাজ করবে।

আবহাওয়াবিদ একেএম নাজমুল হক আরও জানিয়েছেন, আগামী ৭ মে সারাদেশেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

Advertisement