Homeসব খবরবিনোদনদেশের জনগণ না চাইলেও শিল্পীরা কিন্তু আমাকেই চায় :...

দেশের জনগণ না চাইলেও শিল্পীরা কিন্তু আমাকেই চায় : জায়েদ খান

চলচ্চিত্র শিল্পী সমিতির ‘সাধারণ সম্পাদক’ পদে কে আসবেন, তা বর্তমানে আদালতে বিচারাধীন। আদালতের রায় যার পক্ষেই যাক না কেন, সমিতির সাধারণ সম্পাদক হিসেবে নিপুণের পক্ষেই যেন সাধারণ মানুষের রায়। অন্তত সামাজিক যোগাযোগ মাধ্যমে নিপুণের পক্ষেই সাফাই গাইছেন সাধারণ মানুষ। অন্যদিকে জায়েদ খানকে করা হচ্ছে তুলোধুনো।

এ বিষয়গুলো নজরে এসেছে জায়েদ খানেরও। তবে তিনি বলছেন, ‘দেশের জনগণ না চাইলেও শিল্পীরা আমাকেই চায়। শিল্পীরা চায় বলে তারা আমাকে পর পর তিনবার নির্বাচিত করেছেন। শিল্পী সমিতির জন্য এখানকার ভোটাররা যাকে চাইবে তাকে প্রাধান্য দিতে হবে। এখানে দেশের মানুষ কী চায় বা না চায় তাতে কিছু আসে যায় না। কারণ আমিতো আসলে প্রতিনিধিত্ব করছি শিল্পীদের।’

তিনি বলেন, ‘নির্বাচন শুরু হওয়ার আগে থেকেই আমার নামে নানা ষড়যন্ত্র করা হচ্ছে। আসলে আমার জনপ্রিয়তা তারা নিতে পারছে না। জনপ্রিয় না হলে তো আমি পরপর তিনবার শিল্পীদের ভোটে নির্বাচিত হতাম না। এখন এফডিসিতে যা হচ্ছে এতে করে মানুষ হাসছে। আমাদেরকে হেয় করা হচ্ছে। এটা কোনোভাবে কাম্য নয়। ’

Advertisement