Homeসব খবরজেলার খবরদেড়শ বছরের ঐতিহ্যবাহী ‘মাছের মেলা’

দেড়শ বছরের ঐতিহ্যবাহী ‘মাছের মেলা’

পৌষ সংক্রান্তি উপলক্ষে মৌলভীবাজার সদরের শেরপুরে কুশিয়ারা নদীর তীরে বসেছে দু’শ বছরের ঐতিহ্যবাহী মাছের মেলা। মেলা বসেছে জেলার শ্রীমঙ্গল উপজেলাতেও। দেশীয় প্রজাতির বিভিন্ন মাছের সমাহার ঘটেছে এসব মেলায়। যেখানে মাছ দেখতে ও কিনতে প্রচন্ড শীত উপেক্ষা করেও মানুষের ঢল নেমেছে।

দু’শ বছরের ঐতিহ্যের ধারায় পৌষ সংক্রান্তি উপলক্ষে মৌলভীবাজার সদর উপজেলার শেরপুরে মাছের মেলা শুরু হয়েছে। এছাড়া শ্রীমঙ্গল উপজেলায়ও চলছে মাছের মেলা। দু’দিনের দেশি মাছের মেলায় নানা জাতের বড় বড় মাছের দু’শরও বেশি দোকান নিয়ে বসেছেন স্থানীয় এবং দূরদূরান্ত থেকে আসা বিক্রেতারা।

এবারে শ্রীমঙ্গলের মাছের মেলার প্রথম দিনে একটি বাঘাইর মাছকে ঘিরে ক্রেতাদের মাঝে তৈরি হয় খুব আগ্রহ। ৫০ থেকে ৬০ কেজি ওজনের এই বাঘাইর মাছের দাম হাঁকা হয়েছে ৬০ হাজার টাকা। এদিকে শেরপুরে মাছের মেলায় উঠেছে ৪০ কেজি ওজনের বাঘাইর, ২৫ কেজি ওজনের চিতল, ২২ কেজি ওজনের কাতল, ১৮ কেজি ওজনের বোয়াল সহ নানা জাতের বড় বড় মাছ। এসব মাছ দেখতে ভিড় করছে নানা শ্রেণি পেশার মানুষ।

মাছের মেলার এই ঐতিহ্য ধরে রাখতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানালেন আয়োজক কমিটির আহবায়ক মো. তাহের উদ্দিন। মাছের মেলায় শুধু মাছ নয় নানা প্রজাতির পণ্য ও নাগর দোলারও আয়োজন ছিলো। তবে মূল আকর্ষণ মাছকে ঘিরেই।

Advertisement