Homeসব খবরআন্তর্জাতিকদেড়শতাধিক ভূমিকম্পে কাঁপল ইতালি

দেড়শতাধিক ভূমিকম্পে কাঁপল ইতালি

ইতালির নেপলস শহর দেড়শতাধিক ভূমিকম্পে কেঁপে উঠেছে। সোমবার (২০ মে) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত শহরটিতে এ ভূমিকম্প রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। মঙ্গলবার (২১ মে) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, এ ভূমিকম্পের পর শহরটিতে ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে শহরের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। এছাড়াও বহু স্কুলও বন্ধ করে দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

ইতালির ন্যাশনাল ইনস্টিটিউট অব জিওফিজিক্স অ্যান্ড ভলকানোলজি (আইএনজিভি) এক বিবৃতিতে জানিয়েছে, দেশটিতে দেড়শতাধিক ভূমিকম্পের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পটি ছিল ৪.৪ মাত্রার। গত ৪০ বছরের মধ্যে এটিই ছিল এই অঞ্চলের সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। স্থানীয় সময় রাত আটটার দিকে দেশটির পোজুলি শহরের কাছে এই ভূমিকম্পটি আঘাত হানে।

ভূমিকম্পের পর পোজুলিতে শতাধিক তাঁবু তৈরি করা হয়। সেখানেই রাত পার করেছেন শহরটির অনেক বাসিন্দা। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, গত কয়েক মাস ধরে পোজুলিতে ঘন ঘন নিম্ন-স্তরের ভূমিকম্পের জন্য বেশ কয়েকটি পরিবার পুরোপুরি এলাকা ছেড়ে যাওয়ার কথা ভাবছে।

নেপলসের মেয়র গাইতানো মানফ্রেদি এক বিবৃতিতে স্থানীয় বাসিন্দাদের উদ্দেশ করে বলেন, রেকর্ডসংখ্যক ভূমিকম্পে অবকাঠামোর তেমন কোনো ক্ষতির খবর পাওয়া যায়নি। সবাইকে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকতে অনুরোধ করছি।

সূত্র: সময় নিউজ।

Advertisement