Homeসব খবরবিনোদনদুবাইয়ে আরাভ খান ও রাখি সাওয়ান্তের সঙ্গে কি করছে...

দুবাইয়ে আরাভ খান ও রাখি সাওয়ান্তের সঙ্গে কি করছে লুবাবা

আলোচিত শিশুশিল্পী সিমরিন লুবাবা ও বলিউডের ড্রামা কুইন খ্যাত অভিনেত্রী রাখি সাওয়ান্তকে এক ফ্রেমে দেখা গেছে। সম্প্রতি দুবাইয়ে গেছেন লুবাবা ও তার পরিবার।

দুবাইয়ে আরাভ খানের সঙ্গে দেখা গেল শিশুশিল্পী সিমরিন লুবাবাকে। দুজনের একটি ভিডিওবার্তাও আরাভ খান নিজের ফেসবুক পেইজে পোস্ট করেছেন। সেই ভিডিওতে দুজনকে বিভিন্ন বিষয় নিয়ে আলাপ করতে দেখা যায়। আলাপ থেকেই বোঝা যায় লুবাবারা পুরো পরিবার আরাভ খানের আতিথেয়তা গ্রহণ করেছেন। আরাভ খান আলাপের এক ফাঁকে বলেন, লুবাবারা পুরো পরিবার আমার বাড়িতে বেড়াতে এসেছে।

২৪ মিনিটের ভিডিও আলাপনের চুম্বক অংশে আরাভ খান বলেন, মুক্তিযোদ্ধারা দেশকে স্বাধীন করেছে তাদের স্যালুট। তাদের যেমন ভাতা দেওয়া হয়, তেমনই প্রবাসীরা বিদেশ থেকে রেমিট্যান্স পাঠানো হয়। তাদেরকেও ভাতা দেওয়ার দরকার।

লুবাবার দাদা জনপ্রিয় অভিনয়শিল্পী কাদেরের সঙ্গেও তার সুসম্পর্ক ছিল এমনটাই জানিয়ে আরাভ খান বলেন, আজকে আমি এমন একজনের সঙ্গে কথা বলছি, যার দাদুর সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক ছিল। আঙ্কেল আমার বাসায় আসতো আমি আঙ্কেলের বাসায় যেতাম। সেক্ষেত্রে লুবাবা এসেছে পুরো পরিবার নিয়ে আমার বাসায় বেড়াতে।

আরাভের কথার সুত্র ধরে লুবাবা জানায়, আরাভ প্রতি সপ্তাহে তিনবার প্রবাসীদের রান্না করে খাওয়ায়। তাই এই সপ্তাহে লুবাবা আরাভের সঙ্গে মিলে রান্না করবে এবং রান্না প্রবাসীদের খাওয়াবে।

আরাভ খান জানান তিনি প্রবাসীদের জন্য একটি ঘরোয়া খাবার রান্না করেন। এর কারণ হিসেবে তিনি বলেন, প্রবাসীরা পরিবার থেকে দূরে থাকে তাই তাদের জন্য একটা ঘরোয়া রান্না করা হয়, এই সংখ্যাটা ১০ জন, ২০ জন বা যে সংখ্যাই হতে পারে।

এদিকে বুধবার (১৭ জানুয়ারি) লুবাবা তার নিজের ফেসবুক আইডিতে একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানে তাকে বলিউডের ড্রামা কুইন খ্যাত অভিনেত্রী রাখি সাওয়ান্তের সঙ্গে দেখা গেছে।

ওই ভিডিওতে দেখা যায়, সোফায় বসে রাখির সঙ্গে কথা বলছেন লুবাবা। পাশাপাশি বেশ হাস্যোজ্জ্বল মুখে ক্যামেরায় পোজ দিচ্ছেন রাখি-লুবাবা। রাখির সঙ্গে কি করছেন লুবাবা? এমন প্রশ্নে রীতিমতো ঝড় উঠেছে নেটিজেনদের মনে।

Advertisement