Homeসব খবরআন্তর্জাতিকদুই বছর পর ওমরাহ পালনের সুযোগ উন্মুক্ত

দুই বছর পর ওমরাহ পালনের সুযোগ উন্মুক্ত

করোনা মহামারি প্রতিরোধে দীর্ঘ দুই বছর বন্ধ থাকার পর আবারও চালু হলো পবিত্র ওমরাহ পালন। স্বাস্থ্যবিধি মেনে স্থানীয় নাগরিকসহ সব প্রবাসী মুসলমানরা এখন থেকে পবিত্র মক্কা ও মদিনা শরিফে ওমরাহ পালন করতে পারবেন।

২০২০ সালের মার্চ থেকে বৈশ্বিক মহামারি করোনার প্রাদুর্ভাব ঠেকাতে বন্ধ রাখা হয় মুসলমানদের তীর্থস্থান মক্কা ও মদিনায় ওমরা পালন। গত বছর রমজান মাস থেকে শুধু স্থানীয় নাগরিক ও সৌদি আরবে কর্মরত প্রবাসীদের ওমরাহ পালনের অনুমতি দিয়েছিল দেশটির কর্তৃপক্ষ।

তবে এবার করোনা পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় সীমিত পরিসরে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ওমরাহ পালনের অনুমতি দেওয়া হয়েছে। সৌদি সরকারের এমন সিদ্ধান্তে খুশি কুয়েতের প্রবাসী বাংলাদেশিরা।

করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে আসছে হজ মৌসুমেও বিভিন্ন দেশের ধর্মপ্রাণ মুসলমানরা হজ পালনে মক্কা ও মদিনায় যেতে পারবেন বলে আশা করছেন প্রবাসীরা।

Advertisement