Homeসব খবরবিনোদনদীঘি ও তার বাবার বিরুদ্ধে কোটি টাকার মামলা!

দীঘি ও তার বাবার বিরুদ্ধে কোটি টাকার মামলা!

এবার নায়িকা দীঘি, তার বাবা ও মামার বিরুদ্ধে কোটি টাকার মানহানির মামলা করলেন নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু। মুক্তি প্রতীক্ষিত ‘তুমি আছো তুমি নেই’ সিনেমাটিকে কেন্দ্র করে এই মামলার ঘটনা ঘটেছে বলে জানা যায়। আজ বুধবার (১০ মার্চ) দুপুরে কোটি টাকার মামলার বিষয়টি নিশ্চিত করেন ঝন্টু নিজেই।

ঝন্টু বলেন, ‘আমার যে প্রোফাইল। আমার সিনেমার যে সংখ্যা ও সফলতা। তার সঙ্গে এই উপমহাদেশের আর কারো তুলনা হয় না। দীঘি ও তার পরিবার আমার যে মানহানি করেছে সেটির মূল্য ১০ কোটিরও বেশি। যদিও আমি এক কোটি টাকার মামলা করেছি।’

দীঘি পরিচালক ও প্রযোজকদের জন্য হুমকিস্বরূপ। বিষয়টি উল্লেখ করে এই নির্মাতা বলেন, ‘সিনেমার নায়িকাই যখন বলেছে সিনেমা চলবে না, তাহলে মানুষ কেন হলে যাবে? এত বড় সাহস! মুক্তির আগে চলবে না বললে তো সে (দীঘি) পরিচালক এবং প্রযোজকদের জন্য হুমকি। এটা কালচার হয়ে যাবে। অন্য নায়ক-নায়িকারাও বলবে।’

ঝন্টু নির্মাণ করেছেন ‘তুমি আছো তুমি নেই’ নামে সিনেমা। এতে জুটি বেঁধে অভিনয় করেন আসিফ ইমরোজ ও প্রার্থনা ফারদিন দীঘি। সিনেমাটি আগামী ১২ মার্চ সারা দেশে মুক্তি পাবে। মুক্তিকে সামনে রেখে প্রকাশিত হয় পোস্টার, ট্রেইলার। এ নিয়ে সমালোচনার মুখে পড়েন নির্মাতা ও দীঘি। দর্শকদের সমালোচনার সঙ্গে তাল মেলান নায়িকা দীঘিও। তারপরই মূলত এই পরিচালকের সঙ্গে তার দ্বন্দ্ব তৈরি হয়।

এদিকে, এক ভিডিও সাক্ষাৎকারে দেলোয়ার জাহান ঝন্টু দীঘির বিরুদ্ধে মানহানির মামলা করার হুমকি দিয়েছিলেন আগেই।

Advertisement