Homeসব খবরবিনোদনদিল্লি যাবেন ক্যাটরিনা, সঙ্গী সালমান

দিল্লি যাবেন ক্যাটরিনা, সঙ্গী সালমান

রাশিয়া, তুরস্ক, অস্ট্রিয়া এবং মুম্বাইয়ের পরে এবার দিল্লিতে শুটিং হবে ‘টাইগার থ্রি’-এর। ছবির চূড়ান্ত পর্বের শুটিং-এর জন্য জানুয়ারির মাঝামাঝি সময়ে ১৫ দিনের জন্য দিল্লি যাবেন সালমান-ক্যাটরিনা।

ছবির এক সূত্র বলেছেন, ‘পনের দিনের শিডিউলে ছবির শুটিং শেষ করা হবে। সালমান ও ক্যাটরিনা দিল্লির রিয়েল লোকেশনে শুটিং করবেন। প্রস্তুতি শুরু হয়ে গেছে ইতোমধ্যেই। দর্শকের ভিড় এড়ানোর জন্যও প্রস্তুত আছেন কলাকুশলীরা। কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে যেন তারকাদের লুক ফাঁস না হয়ে যায়।’

জানা গেছে, দুর্দান্ত অ্যাকশন দেখা যাবে ছবির শেষ অংশে। ধারণা করা হচ্ছে, এটাই বলিউডের সবচেয়ে ব্যয়বহুল অ্যাকশন ছবি হতে চলেছে।

২০১২ সালে মুক্তি পেয়েছিল বলিউড সুপারস্টার সালমান খান ও ক্যাটরিনা কাইফের ছবি ‘এক থা টাইগার’। প্রথম ছবি বক্স অফিসে সুপারডুপার হিট হয়। দীর্ঘ পাঁচ বছর পর ২০১৭ সালে এই ছবির সিকুয়েল টাইগার জিন্দা হ্যায়’ মুক্তি পায়। এই ছবিটিও প্রথমটির মতো বক্স অফিসে সফল হয়। এরই ধারাবাহিকতায় তৈরি হচ্ছে তৃতীয় সিরিজ ‘টাইগার থ্রি’। –পিঙ্ক ভিলা

রাশিয়া, তুরস্ক, অস্ট্রিয়া এবং মুম্বাইয়ের পরে এবার দিল্লিতে শুটিং হবে ‘টাইগার থ্রি’-এর। ছবির চূড়ান্ত পর্বের শুটিং-এর জন্য জানুয়ারির মাঝামাঝি সময়ে ১৫ দিনের জন্য দিল্লি যাবেন সালমান-ক্যাটরিনা।

ছবির এক সূত্র বলেছেন, ‘পনের দিনের শিডিউলে ছবির শুটিং শেষ করা হবে। সালমান ও ক্যাটরিনা দিল্লির রিয়েল লোকেশনে শুটিং করবেন। প্রস্তুতি শুরু হয়ে গেছে ইতোমধ্যেই। দর্শকের ভিড় এড়ানোর জন্যও প্রস্তুত আছেন কলাকুশলীরা। কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে যেন তারকাদের লুক ফাঁস না হয়ে যায়।’

জানা গেছে, দুর্দান্ত অ্যাকশন দেখা যাবে ছবির শেষ অংশে। ধারণা করা হচ্ছে, এটাই বলিউডের সবচেয়ে ব্যয়বহুল অ্যাকশন ছবি হতে চলেছে।

২০১২ সালে মুক্তি পেয়েছিল বলিউড সুপারস্টার সালমান খান ও ক্যাটরিনা কাইফের ছবি ‘এক থা টাইগার’। প্রথম ছবি বক্স অফিসে সুপারডুপার হিট হয়। দীর্ঘ পাঁচ বছর পর ২০১৭ সালে এই ছবির সিকুয়েল টাইগার জিন্দা হ্যায়’ মুক্তি পায়। এই ছবিটিও প্রথমটির মতো বক্স অফিসে সফল হয়। এরই ধারাবাহিকতায় তৈরি হচ্ছে তৃতীয় সিরিজ ‘টাইগার থ্রি’। –পিঙ্ক ভিলা

Advertisement