Homeসব খবরজেলার খবরদিন দিন জনপ্রিয় হয়ে উঠছে মাছের ঘেরের পাড়ে সবজি...

দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে মাছের ঘেরের পাড়ে সবজি চাষ

ঘেরে মাছ চাষ করার পাশাপাশি বাড়তি আয়ের জন্য ঘেড়ের পাড়ে বিভিন্ন ধরণের সবজির চাষ করছেন বাগেরহাট জেলার মাছ চাষিরা। বি’ষমুক্ত উপায়ে সবজির চাষ করায় স্থানীয় বাজারে এসব সবজির ব্যাপক চাহিদা রয়েছে। দিন দিন জনপ্রিয় হচ্ছে মাছের ঘেরের পাড়ে সবজি চাষ।

বাগেরহাট জেলা সদরের ষাটগম্বুজ, বারইপাড়া, রাখারগাছি, খানপুর, যাত্রাপুর ইউনিয়নের চিংড়ি চাষিরা গত কয়েক বছর ধরেই ঘেরের আইলে শুরু করেন লতাজাতীয় সবজি চাষ। পাড়ে গাছ লাগিয়ে ঘেরের উপরে মাচা করে একই সঙ্গে মাছ এবং সবজি উৎপাদন করে লাভবান হচ্ছেন তারা। কয়েক বছরের ব্যবধানে স্থানীয় চাহিদা মিটিয়ে এখানে উৎপাদিত সবজি রাজধানীসহ প্রায় সারাদেশে প্রতিদিন শত শত ট্রাকে করে নিয়ে যাচ্ছে পাইকাররা।

কৃষি বিভাগ জানায়, সদর উপজেলায় ১৬৫০ হেক্টর জমিতে সবজি চাষ হচ্ছে। এর মধ্যে ১২০০ মেট্রিক টন সবজি উৎপাদিত হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে আরও ২০ হাজার মেট্রিক টন উৎপাদন পাওয়া যাবে।

Advertisement