Homeঅন্যান্যদিনাজপুরে এক লিচুর দাম ২০ টাকা!

দিনাজপুরে এক লিচুর দাম ২০ টাকা!

দিনাজপুর হল লিচুর রাজধানী। আর জেলার বড়ো মাঠ লিচুর বাজারে বসে দেশের সবচেয়ে বড়ো লিচুর বাজার। এ বাজারে বর্তমানে ভালো মানের ১০০ লিচু বিক্রি হচ্ছে দুই হাজার টাকা পর্যন্ত। ব্যবসায়ীরা জানিয়েছেন, এবার বেদানা ও চায়না থ্রি জাতের লিচু ফলন কম হওয়ায় দাম এমন আকাশ ছোঁয়া। এছাড়াও সরাসরি বাগান থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহের কারণে কিছুটা প্রভাব পড়েছে এই বাজারে। জেলায় সাড়ে ছয় হাজার হেক্টর জমিতে লিচুর বাগান রয়েছে। প্রতি বছর এখান থেকে প্রায় ৩৫ হাজার মেট্রিক টন লিচু উৎপাদন হয়।

এদিকে, কয়েকজন ক্রেতা জানান, এ বছর রেকর্ড দামে বিক্রি হচ্ছে জেলার বিখ্যাত বেদানা ও চায়না থ্রি জাতের লিচু। প্রকার ভেদে ১০০ বেদানা লিচু ৮০০ থেকে এক হাজার ২০০ টাকা ও চায়না থ্রি জাতের লিচু বিক্রি হচ্ছে এক হাজার ৬০০ থেকে দুই হাজার টাকা পর্যন্ত। তবে দাম বেশি হলেও অল্প পরিমাণে কিনছেন অনেকেই।

অন্যদিকে, বিক্রেতারা জানান, বেদানা ও চায়না থ্রি লিচুর দাম বেশি হলেও বোম্বাই জাতের ১০০ লিচু বিক্রি হচ্ছে প্রকার ভেদে দুই থেকে তিনশ’ টাকায়। দাম কম হওয়ায় এই লিচুই বেশি বিক্রি হচ্ছে। জানা যায়, আগামী সাত থেকে ১০ দিন জমজমাট থাকবে। তবে কিছু লিচু পাওয়া যাবে ২০ থেকে ২৫ দিন পর্যন্ত। এবার লিচু বাজারে ৮০০ থেকে এক হাজার কোটি টাকার কেনাবেচা হবে।

Advertisement