Homeসব খবরক্রিকেটদক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় স্পোর্টস কমপ্লেক্স নির্মাণ হচ্ছে বাংলাদেশে

দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় স্পোর্টস কমপ্লেক্স নির্মাণ হচ্ছে বাংলাদেশে

দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ স্পোর্টস কমপ্লেক্স রয়েছে ভারতের দেরাদুনে। সেটিকে পেছনে ফেলতে যাচ্ছে বাংলাদেশ। এদেশেই নির্মিত হচ্ছে বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্স। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় হবে মাল্টি স্পোর্টস অ্যারেনা।

বসুন্ধরা গ্রুপের উদ্যোগে প্রায় ৩ হাজার কোটি টাকা ব্যয়ে ৩০০ বিঘা জমির ওপর এই কমপ্লেক্স নির্মাণ করা হবে। জমিসহ খরচ দাঁড়াবে প্রায় ১৫ হাজার কোটি টাকা। এতে থাকবে ইউরোপীয় ফুটবলের ধাচে একটি ফুটবল স্টেডিয়াম, ক্রিকেট ও হকি স্টেডিয়াম। এ ছাড়া প্রচলিত সব ধরনের খেলাধুলার সুযোগ থাকবে।

২০১৯ সালে ৫৫ বিঘার ওপর ফুটবল, ক্রিকেট, হকি, ফুটসাল ও ইনডোর স্টেডিয়াম তৈরির পরিকল্পনা করা হয়েছিল। পরে সেটিকে সম্প্রসারিত করে আরো ১৩৫ বিঘার ওপর এই কমপ্লেক্স গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়। পরিকল্পনা বদলের পেছনে অনেক বড় ভূমিকা রেখেছে বসুন্ধরা কিংসের অগ্রগতি।

সংশ্লিষ্টরা জানান, ২০ হাজার দর্শক ধারণে সক্ষম একটি বিশ্বমানের ক্রিকেট স্টেডিয়াম প্রতিষ্ঠা করা হবে। এতে অনুশীলনের মাঠ, নেট প্যাকটিসের ব্যবস্থা থাকবে। দক্ষিণ দিকে একাডেমি আর ডরমেটরিতে ৫০০ জনের আবাসন থাকবে। এ ছাড়া কমপ্লেক্সের একাংশে বসুন্ধরা কিংস অ্যারেনা রয়েছে, ৭০ শতাংশ কাজ শেষ হয়েছে।

গত বৃহস্পতিবার বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের ম্যাচ দিয়ে এই অ্যারেনার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। তবে এটির বাকি নির্মাণ কাজ পরের মৌসুমের আগেই শেষ করার আশা করা হচ্ছে। এর মধ্যে ফ্লাডলাইটের কাজ কয়েক মাসের মধ্যে শেষ হলে আন্তর্জাতিক ম্যাচও আয়োজন করা যাবে।

Advertisement