Homeসব খবরবিনোদনতৈমুরের সন্তানের সঙ্গেও সিনেমা করতে চান অক্ষয়!

তৈমুরের সন্তানের সঙ্গেও সিনেমা করতে চান অক্ষয়!

বলিউডের নবাব পাতৌদি পরিবারের প্রায় সব সদস্যের সঙ্গেই সিনেমা করেছেন অক্ষয় কুমার। শর্মিলা ঠাকুর, তার ছেলে সাইফ আলি খান ও স্ত্রী কারিনা কাপুর খানের সঙ্গে একাধিক সিনেমায় দেখা গেছে বলিউডের খিলাড়িকে। মুক্তির অপেক্ষায় রয়েছে সাইফ কন্যা সারা আলি খান ও অক্ষয়ের ছবি ‘আতরাঙ্গিরে’।

সেটিরই প্রচারণায় টেলিভিশনের জনপ্রিয় কমেডি শো ‘দ্য কাপিল শর্মা শো’তে এসেছেন এই জুটি। এপিসোডটি আগামীকাল রবিবার (১৯ ডিসেম্বর) প্রচারিত হবে। তার আগে প্রচারিত প্রোমেতে দেখা গেছে মজাদার এপিসোডটির এক ঝলক।

সেখানে পাতৌদি পরিবারের তিন প্রজন্মের সঙ্গে কাজ করার প্রসঙ্গ টেনে অক্ষয় কুমারকে কাপিল শর্মা মজার ছলে প্রশ্ন করেন, সাইফ-কারিনার সন্তান তৈমুর আলি খানের সঙ্গে কোনো ত্রিভুজ প্রেমের গল্পে তাকে দেখা যাবে কি না?’

স্বভাবসিদ্ধ রসিকতায় অক্ষয়ও কম যাননি। তিনি বলেন, ‘শুধু তৈমুর কেন, তার বাচ্চাদের সঙ্গেও আমি সিনেমা করবো।’ জবাবটি যে অক্ষয় কথার জবাবে কথা প্রসঙ্গে দিয়েছেন তা আর বলার অপেক্ষা রাখে না।

Advertisement