Homeসব খবরজেলার খবরতালা মেরে গেল বাবা-মা, পুড়ে ছাই হলো ৩ শিশু

তালা মেরে গেল বাবা-মা, পুড়ে ছাই হলো ৩ শিশু

ময়মনসিংহের ভালুকার একটি বাসায় গ্যাস সিলিল্ডার বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয়ে তিন শিশুর মৃত্যু হয়েছে। রোববার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সীডস্টোর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তিন শিশু হলো- খাদিজা (৫), রায়হান (৩) ও রাদিয়া (২)। সম্পর্কে তারা ভাই-বোন।

ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবদুল্লাহ আল মামুন প্রথমিকভাবে জানান, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে হতাহতের এই ঘটনা ঘটতে পারে। এতে আশপাশের ১৫ থেকে ২০টি ঘরও পুড়ে গেছে জানিয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের ঘণ্টাব্যাপী প্রচেষ্টায় সেই আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানান তিনি।

জানা গেছে, পোশাক কর্মী বাবা-মা সন্ধ্যার পর তিন শিশুকে বাসায় রেখে বাহির থেকে তালা দিয়ে বের হয়েছিলেন। ফলে, আগুন লাগার পরে শিশুরা ঘর থেকে বের হতে পারেনি।

ভালুকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, শিশুদের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

Advertisement