Homeসব খবরজাতীয়তাবলিগ দুই ভাগ হওয়ার পেছনেও হেফাজতের হাত আছে :...

তাবলিগ দুই ভাগ হওয়ার পেছনেও হেফাজতের হাত আছে : ডিবি

তাবলিগ জামাতকে দুই ভাগ করার নেপথ্যেও হেফাজত নেতাদের হাত ছিলো বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) যুগ্ম কমিশনার মাহবুবুল আলম। গ্রেফতারকৃত নেতাদের জিজ্ঞাসাবাদে এই তথ্য পাওয়া গেছে বলে জানান তিনি।

সোমবার (৩ মে) দুপুরে মাহবুবুল আলম আরও জানান, রমজানকে সামনে রেখে দেশজুড়ে হেফাজতের বড় ধরনের নাশকতার পরিকল্পনা। ডিবির এ যুগ্ম কমিশনার বলেন, রমজান মাসে বদরের যুদ্ধ হয়েছিলো। এই রমজান মাসকে কেন্দ্র করে আরেকটি বদর যুদ্ধের ডাক দিয়েছিলো হেফাজত। ২৬ মার্চে শুরু হওয়া সহিংসতা রমজান পর্যন্ত টেনে আনার পরিকল্পনা ছিলো তাদের।

তিনি জানান, দেশ-বিদেশ থেকে মাদ্রাসায় আসা অনুদানের টাকা সাম্প্রতিক সহিংসতায় খরচ করা হয়েছিলো।ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনের বিরোধিতা করে আন্দোলনে নামে হেফাজতে ইসলাম। এর জেরে গত ২৬ মার্চ বায়তুল মোকাররম জাতীয় মসজিদে সহিংসতা হয়। এরপর সহিংসতা ছড়িয়ে পড়ে দেশের বিভিন্ন এলাকায়।

এরপর গত কয়েক সপ্তাহে সংগঠনটির শীর্ষ পর্যায়ের প্রায় ৩০ জন নেতা গ্রেফতার হন। এদের প্রায় সবাই সদ্য বিলুপ্ত কমিটির বিভিন্ন পদে ছিলেন। তাঁদের অধিকাংশের জিজ্ঞাসাবাদ চলছে।

Advertisement