Homeসব খবরক্রিকেটতবে কি টেস্ট না খেলেই দেশে ফিরে আসবে ক্রিকেটাররা?...

তবে কি টেস্ট না খেলেই দেশে ফিরে আসবে ক্রিকেটাররা? জরুরী মিটিং ঢাকলেন পাপন

হটাত করেই জরুরি মিটিং ঢেকেছেনে বিসিবি বস নাজমুল হাসান পাপন। যা নিয়ে তৈরি হয়েছে সংশয়। আজ বিকেলে হওয়ার কথা ছিলো বিপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠক কিন্তু হটাত করেই দুপরে জরুরি মিটিং ঢেকেছেন বোর্ড সভাপতি। জানা গেছে এই মিটিংয়ে বিপিএলের আলোচনা থেকে বাংলাদেশের নিউজিল্যান্ড সিরিজই গুরুত্ব পাবে বেশি। অনেকেই মনে করছেন কোয়ারাইন্টাইন জটিলতায় স্থগিত হতে পারে নিউজিল্যান্ড সফর।

বোর্ডের উচ্চ পর্যায়ের দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে, রঙ্গনা হেরাথের পজিটিভ-এর কারণে যে টিম বাংলাদেশকে ১৪ দিনের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে, তা নিয়ে এবং এর পরের ধাপ নিয়েও পরিচালকদের সঙ্গে কথা বলবেন পাপন। নিউজিল্যান্ড সফর নিয়েও আলোচনা হবে সেখানে। সেখানকার পরিস্থিতিতে কী হলে কী করনীয়? সে সব বিষয়ে পরিচালকদের মতামত নেবেন বিসিবি সভাপতি।

পাশাপাশি বিপিএল নিয়েও চুলচেরা আলোচনা হবে। একটি সূত্র জানিয়েছে, এ মুহূর্তে নিউজিল্যান্ড সফর নিয়েই যত চিন্তা বোর্ডের। কারণ স্পিন কোচ রঙ্গনা হেরাথের পজিটিভ হলে কোয়ারেন্টাইনের সময়সীমা বাড়তে পারে এবং পুরো সফর আয়োজনেও একটা জটিলতার সৃষ্টি হতে পারে।

সঙ্গে বিপিএলের সব কিছু চূড়ান্ত করা হবে। মোটকথা, সামনের সময়টাতে একটু প্রতিকুলতার মাঝেই পড়ে গেলো বিপিএল আয়োজন। দেখা যাক বোর্ডের অনানুষ্ঠানিক সভায় কী হয়।

Advertisement