Homeসব খবরক্রিকেটঢাকা প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেট সংগ্রাহক মুস্তাফিজ

ঢাকা প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেট সংগ্রাহক মুস্তাফিজ

গতবছর বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্ট থেকে দারুন ছন্দে রয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ফাস্ট বোলার মোস্তাফিজুর রহমান। সেই ধারাবাহিকতা ধরে রেখেছেন ঢাকা প্রিমিয়ার লিগেও। এখন পর্যন্ত ঢাকা প্রিমিয়ার লিগের সর্বোচ্চ উইকেট সংগ্রহের তালিকায় শীর্ষে অবস্থান করছেন তিনি।

ঢাকা লীগে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে খেলছেন কাটার মাস্টার। টুনামেন্টে এখন পর্যন্ত পাঁচ ম্যাচে ১০ উইকেট তুলে নিয়েছেন মোস্তাফিজুর রহমান। ইতিমধ্যেই এই টুনামেন্টে এক ইনিংসে তুলে নিয়েছেন পাঁচটি উইকেট। মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ২২ রানে নিয়েছিলেন পাঁচটি উইকেট।

সর্বোচ্চ উইকেট সংগ্রহের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন খেলাঘর সমাজ কল্যাণ সমিতির ফাস্ট বোলার সৈয়দ খালেদ আহমেদ। পাঁচ ম্যাচে তিনি জানিয়েছেন ১০ টি উইকেট। ৯ উইকেট নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছেন তানভির ইসলাম। এছাড়াও ৮ টি করে উইকেট নিয়ে তালিকার চতুর্থ এবং পঞ্চম স্থানে রয়েছেন নাঈম হাসান এবং সাকিব আল হাসান। পাঁচ রাউন্ড শেষে ঢাকা প্রিমিয়ার লিগের সর্বোচ্চ উইকেট শিকারি:

১. মুস্তাফিজুর রহমান – ৫ ম্যাচে ১০ উইকেট, সেরা ৫/২২
২. সৈয়দ খালেদ আহমেদ – ৫ ম্যাচে ১০ উইকেট, সেরা ৩/২৪
৩. তানভীর ইসলাম – ৫ ম্যাচে ৯ উইকেট, সেরা ৩/৮
৪. নাঈম হাসান – ৫ ম্যাচে ৮ উইকেট, সেরা ৩/২৪
৫. সাকিব আল হাসান – ৫ ম্যাচে ৮ উইকেট, সেরা ২/১২

Advertisement