Homeসব খবরজাতীয়ঢাকায় হঠাৎ বৃষ্টি

ঢাকায় হঠাৎ বৃষ্টি

অবশেষে বছরের প্রথম বৃষ্টির দেখা মিলল রাজধানীতে। থেমে থেকে পড়ছে ফোঁটা ফোঁটা বৃষ্টি। বেশ কিছুদিন ধরে রাজধানীতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়ে আসছিল আবহাওয়া অধিদফতর।

আজ শনিবার (১৩ মার্চ) সকাল থেকে মেঘলা আকাশে সূর্যের দেখা নেই। দুপুর গড়িয়ে পড়ন্ত বিকেলে হঠাৎ ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়তে শুরু করে। আর বছরের শুরুতে এমন বৃষ্টিকে শুভ মনে করছেন অনেকেই। বৃষ্টি গায়ে মেখে নিজ নিজ গন্তব্যে ফিরতে দেখা গেছে রাজধানীবাসীকে।

গতকাল শুক্রবার (১২ মার্চ) সকালে আবহাওয়া অধিদফতর জানায়, সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টা আবহাওয়ার পূর্বাভাসে দেশের কোথাও কোথাও অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

ওই পূর্বাভাসে বলা হয়, খুলনা বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পূর্বাভাসে আরও বলা হয়, দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়ায় প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

Advertisement