Homeঅন্যান্যডেইলি খেত ৫ লিটার দুধ, তাই নাম ‘বাহাদুর’

ডেইলি খেত ৫ লিটার দুধ, তাই নাম ‘বাহাদুর’

বগুড়ার সোনাতলায় ২০ মণ ওজনের একটি গরুর দাম হাঁকা হচ্ছে ১৫ লাখ টাকা। বিশাল আকৃতির এই গরুটি খুবই শান্ত। গরুটিকে একনজর দেখতে অনেকেই মালিকের বাড়ির সামনে ভিড় জমান।

জানা যায়, উপজেলার মধুপুর ইউনিয়নের ফুলবাড়ি গ্রামের নজরুল ইসলাম বাবলুর ছেলে হারুন অর রশিদ শখের বসে আজ থেকে আড়াই বছর আগে মাসহ বাছুর গরুটি ক্রয় করেন। দীর্ঘ আড়াই বছর লালনপালনের পরে এবার কোরবানির ঈদে গরুটি বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন মালিক হারুন।

হারুন বলেন, দুই মাসের বাচ্চা থাকা অবস্থায় গরুটি দৈনিক ৫ লিটার করে দুধ খাচ্ছিলো। এ জন্য গরুটির নাম রেখেছি বাহাদুর। বর্তমানে বাহাদুর দিনে ৬ থেকে ৬০০ টাকার খাবার খায়। বুট, খড়, ধান, ভুট্টা, ঘাস দিয়ে মিশ্রণ করে খাওয়াচ্ছি। প্রাকৃতিক উপায়ে গরুটি লালন-পালন করেছি।

তিনি আরো বলেন, গরুটির দাম এরইমধ্যেই ৭ লাখ টাকা উঠেছে। তবে আমার চাওয়া ১৫ লাখ টাকা। কারণ আড়াই বছর তাকে লালন-পালন করতে অনেক কষ্ট ও বহু টাকা লেগেছে। ১৫ লাখ টাকায় বিক্রি করলে তা পোষাবে।

হারুনের গরুটি ব্রামাহ ও শাহীওয়ালের মিক্সড জাত। এর ওজন প্রায় ২০ মণ। উচ্চত পাঁচ ফিট ও লম্বায় সাত ফিট।

গরুর মালিকের বাবা নজরুল ইসলাম বলেন, ‘গরুটি আমাদের অনেক আদরের। এ রকম বড় গরু আর এই উপজেলায় নেই। আমার ছেলে যখনই গাড়ি নিয়ে বাড়ি আসে গরুটি তখন ডাকাডাকি করে। এমনকি বাহাদুর বলে ডাকার সঙ্গে সঙ্গেই গরুটি সাড়া দেন।’

গরুটি এই কোরবানি ঈদে বিক্রি করে পরিবার-পরিজন নিয়ে খুব ভালোভাবে ঈদ পালন করবে এমন আশা গরুর মালিক হারুন অর রশিদের।-ডেইলি-বাংলাদেশ

Advertisement