Homeসব খবরক্রিকেটটেস্টের আগে অনুশীলন করে ছন্দে ফিরতে চায় বাংলাদেশ :...

টেস্টের আগে অনুশীলন করে ছন্দে ফিরতে চায় বাংলাদেশ : ডমিঙ্গো

সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে নিউজিল্যান্ডে অনুশীলন শুরু করতে পেরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। দীর্ঘ ১১ দিন চার দেয়ালের মাঝে বন্দী থেকে অবশেষে আজ থেকে মুক্ত হয়েছে বাংলাদেশ দলের ক্রিকেটাররা। আজ (২১ ডিসেম্বর) স্থানীয় সময় সকাল ১০টা থেকে লিংকন ইউনিভার্সিটি মাঠে অনুশীলন করে বাংলাদেশ।

ওয়ার্ম-আপের পর ফুটবল দিয়ে শুরু হয় বাংলাদেশের অনুশীলন। এরপর নেটে ব্যাটিং অনুশীলনে নামেন মুমিনুল-লিটন দাসরা। থ্রোয়ারের মাধ্যমে ব্যাটিং সেরেছেন টেস্ট অধিনায়ক। আর লিটনকে বোলিং করেছেন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। আলাদা নেটে মুশফিকুর রহিমও ব্যাটিং করেন।

তাকে বোলিং করেছেন মেহেদী হাসান মিরাজ। শুরুর দিনে জড়তা কাটিয়ে পুরোদমে ফেরার চেষ্টা ছিল সবার মাঝেই। মাঠে আসতে পেরে মুমিনুলরা উচ্ছ্বসিত জানিয়ে ডমিঙ্গো বলেন, “বাইরে বের হতে পারার অনুভূতি অসাধারণ। ১১ দিন হোটেলে বন্দি থাকা খুবই চ্যালেঞ্জিং ছিল ছেলেদের জন্য। ছেলেরা রৌদ্রোজ্জ্বল একটি দিনে মাঠে আসতে পেরে খুব খুশি।”

ডমিঙ্গো আরো বলেন, ‘আগামী দুই-তিন দিন হাই ইনটেনসিটি অনুশীলন হবে ব্যাটিং-বোলিংয়ের। টাওরাঙ্গা গিয়ে টেস্টের আগে ৬ দিন অনুশীলনের সুযোগ পাব আমরা। আশা করি সবাই ছন্দে ফিরতে পারবে টেস্টে নামার আগে, যেমন ইনটেনসিটি দরকার তা নিশ্চিত করতে পারবে।”

Advertisement