Homeসব খবরক্রিকেটটি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে বাংলাদেশের আরও অবনতি

টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে বাংলাদেশের আরও অবনতি

টি-টোয়েন্টির র‌্যাংকিং হালনাগাদ করেছে আইসিসি। এতে ইংল্যান্ডকে হটিয়ে শীর্ষস্থানে উঠে এসেছে ভারত। অন্যদিকে, আরও এক ধাপ নিচে নেমে বাংলাদেশের অবস্থান দশম স্থানে।

ভাগ্যিস, র‌্যাংকিংয়ে বাংলাদেশের এই অবস্থান গত নভেম্বরে ছিল না। সেটা হলে ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপেও প্রথম পর্ব নামের ‘বাছাইপর্বে’ খেলতে হতো টাইগারদের। তাই এখন অবনতি হওয়ায় কোনো সমস্যা থাকছে না।

এই মুহূর্তে ২৬৯ রেটিং ও ১০৪৮৪ পয়েন্ট নিয়ে শীর্ষে ভারত। দুইয়ে থাকা ইংল্যান্ডের রেটিং একই হলেও পয়েন্ট ব্যবধানে পিছিয়ে রয়েছে। ইংলিশদের পয়েন্ট ১০৪৭৪। তৃতীয় স্থানে থাকা পাকিস্তানের রেটিং ২৬৬।

এই তালিকায় থাকা অন্যান্য দলের রেটিং যথাক্রমে- নিউজিল্যান্ড (২৫৫), দক্ষিণ আফ্রিকা (২৫৩), অস্ট্রেলিয়া (২৪৯), ওয়েস্ট ইন্ডিজ (২৩৫), আফগানিস্তান (২৩২), শ্রীলঙ্কা (২৩১) ও বাংলাদেশ (২৩১)।

Advertisement