Homeসব খবরক্রিকেটটিকিটের হাহাকার, মিলছে না ১০ গুণ বেশি দামেও

টিকিটের হাহাকার, মিলছে না ১০ গুণ বেশি দামেও

আজ বিপিএল অষ্টম আসরের পর্দা নামতে যাচ্ছে আজ কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ফরচুন বরিশালের ফাইনাল দিয়ে। মেগা আসরের ফাইনাল নিয়ে আগ্রহের কমতি নেই দর্শকদের মাঝে। করো’নাভাই’রাসের কারণে চলতি আসরের প্লে-অফের আগে দর্শকদের মাঠে প্রবেশের অনুমতি ছিল না। তবে প্লে-অফ পর্বে দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হলেও সেটা খুবই কম।

সর্ব সাধারণের জন্য টিকিট না ছেড়ে ফ্র্যাঞ্চাইজিদের কাছে অল্প কিছু টিকিট দেওয়া হয়। তাতে কিছু সংখ্যক দর্শক টিকিট পেলেও অনেককে দাঁড়িয়ে থাকতে হয়েছে মাঠের বাইরে। আজ ফাইনাল ম্যাচ দেখতে দুপুর থেকেই দর্শকরা জড়ো হতে থাকে শের-ই-বাংলা স্টেডিয়ামের প্রবেশ পথগুলোর সামনে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে টিকিট না ছাড়া হলেও দেখা গেছে টিকিট বিক্রি হতে। জানা যায়, বেশি দামে টিকিট বিক্রি করছেন কিছু অসাধু চক্র।

সরজমিনে ঘুরে দেখা যায়, দেড়শ টাকার টিকিট ১ হাজার ৫০০ টাকাতেও বিক্রি হচ্ছে টিকিট। তাতেও মিলছে না টিকিট। এদিকে বিসিবির টিকিট কমিটির এক কর্মকর্তা জানান, অন্য ম্যাচগুলোর মতো আজ ফাইনাল ম্যাচের জন্যও ৪ হাজার টিকিট দেওয়া হয়েছে দুই ফ্র্যাঞ্চাইজিকে। এছাড়াও কিছু টিকিট দেওয়া হয়েছে বিসিবির কর্মকর্তাদের।

Advertisement