Homeসব খবরজেলার খবরজেলের জালে ১৬ কেজি ওজনের পাঙ্গাশ

জেলের জালে ১৬ কেজি ওজনের পাঙ্গাশ

ইলিশ শিকার করতে গিয়ে জেলেদের জালে ধরা পড়ছে রুই, বাঘাইর, পাঙ্গাশসহ বিভিন্ন প্রজাতির বড় বড় মাছ। পরে দুপুরে মাছটি বিক্রি করতে দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় আনু খার মাছের আড়তে নিয়ে যান তিনি। আজ সোমবার (৯ অক্টোবর) ভোরে উপজেলার উজানচর ইউনিয়নের চর কর্ণেশোনা এলাকায় পদ্মা নদীতে জেলে ইসহাক মিয়ার জালে ধরা পড়ে বিশাল আকারের একটি পাঙ্গাশ। পাঙ্গাশটি নিলামে একুশ হাজার ৬০০ টাকায় বিক্রি করেন তিনি।

এলাকার মাছ ব্যবসায়ী মো. শাজাহান শেখ বলেন, ‘পদ্মার এমন পাঙ্গাশের প্রচুর চাহিদা রয়েছে। তাই এক হাজার ৩৫০ টাকা কেজি দরে পাঙ্গাশটি আমি কিনেছি। খদ্দের পেলে সামান্য লাভ রেখে মাছটি আমি বিক্রি করব।’

জেলে ইসহাক মিয়া বলেন, ‘পদ্মায় এখন আর আগের মতো ইলিশ পাওয়া যায় না। আজ ভোরে নদীতে ইলিশ শিকার করতে গিয়ে ১৬ কেজি ওজনের এই পাঙ্গাশটি আমার জালে ধরা পড়ে। সঙ্গে বিভিন্ন রকমের সামান্য কিছু ধরা পড়লেও ইলিশ মাছ একটিও পাইনি।’

Advertisement