Homeসব খবরজেলার খবরজেলের জালে ধরা পড়ল ৬৩ কেজি ওজনের বাঘাইড় মাছ

জেলের জালে ধরা পড়ল ৬৩ কেজি ওজনের বাঘাইড় মাছ

জামালপুরের দেওয়ানগঞ্জে যমুনা নদীতে এক জেলের জালে ধরা পড়েছে ৬৩ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ। মাছটি ৭৫ হাজার ৬০০ টাকায় বিক্রি করা হয়েছে। জানা যায়, রোববার রাতে সরদারপাড়া গ্রামের জেলে বাদশা মিয়া যমুনা নদীতে মাছ ধরতে যান। শেষ রাতের দিকে তাঁর পাতানো ফাঁসি জালে মাছটি ধরা পড়ে। পরে অন্যদের সহায়তায় মাছটি টেনে নৌকায় উঠালে বাঘাইড় মাছটি দেখে চমকে ওঠেন।

বাদশা মিয়া জানান, মাছটি অনেক বড়। তাই কেটে কেজি দরে বিক্রি করেছেন। প্রতি কেজি ১ হাজার ২০০ টাকায় মাছটি মোট ৭৫ হাজার ৬০০ টাকায় বিক্রি করা হয়েছে। মাছ কিনতে আসা ক্রেতা জমসেদ মিয়া বলেন, দীর্ঘদিন পর সরদারপাড়া বাজারে এত বড় মাছ উঠেছে। এমন মাছ সচরাচর দেখা যায় না। সেই কারণে মাছটি কিনতে স্থানীয়রা ভিড় জামান।

মাছ কিনতে আসা মামুন আলী বলেন, ‘দীর্ঘদিন পর সরদারপাড়া বাজারে এতো বড় মাছ উঠেছে। এতো বড় মাছ সচরাচর বাজারে দেখা যায় না। মাছটি অনেক বড় হওয়ায় সেটাকে কেটে কেজি দরে বিক্রি করা হয়েছে। আমিও ১২শ টাকা দিয়ে এক কেজি কিনেছি। যমুনা নদীর মাছ খেতে অনেক সুস্বাদু হয় বলেই কিনেছি।’

Advertisement