Homeসব খবরবিনোদনজাহিদ-মৌয়ের প্রেমের শুরুটা হয় ইত্যাদির শুটিং থেকে

জাহিদ-মৌয়ের প্রেমের শুরুটা হয় ইত্যাদির শুটিং থেকে

মুদ্রার এ পিঠে বিয়ে আর অন্য পিঠে বিচ্ছেদ। মিডিয়ার সম্পর্কগুলো নিয়ে যখন মানুষের ভেতরে এমন ধারণা, ঠিক সে সময়ে দুই যুগের সংসার জাহিদ হাসান ও মৌয়ের। বাস্তব জীবনে এখনও তারা সফল জুটিই দাবি করেন। সুখের সংসার তাদের। মূলত ভালোবাসা আর বিশ্বাসের শক্তিই তাদের এক সুতোয় বেধে রেখেছে।

ভালোবাসা আর পহেলা ফাল্গুনের দিনে তাদের সুখের সংসারের খোঁজ নিতে যোগাযোগ করা হলে উভয়েই জানালেন- তাদের ভালোবাসার সংসারে মেয়ে পুষ্পিতা ও ছেলে পূর্ণকে নিয়ে বেশ সুখে আছেন তারা।

জাহিদ হাসান ও মৌয়ের ভালোবাসার শুরুটা হয় বিটিভির জনপ্রিয় ম্যগাজিন অনুষ্ঠান ইত্যাদির শুটিংয়ে। জাহিদ হাসান বলেন, “আমরা দুজন প্রথম কাজ করেছি একটি ম্যাগাজিন অনুষ্ঠানে।‘আমার গরুর গাড়িতে বউ সাজিয়ে…’ গানের সঙ্গে দুজনেই পারফর্ম করি। আর সে সময়ই অর্থাৎ শুটিংয়ের সময় থেকেই আমাদের দুজনের মনে দুজনের প্রতি ভালোবাসা তৈরি হয়। হয়তো গানের কথার কারণেই প্রেম একটু দ্রুত জেগে ওঠে।”

কিন্তু তাদের ভালোবাসা প্রথমে মৌয়ের মা মেনে নিতে চাননি। অবশ্য ভালোবাসার জয় তো সর্বত্রই। একে অপরের প্রতি ভালোবাসা আর শ্রদ্ধাবোধের কারণে তারা জয়ী হন। শুনুন জাহিদ হাসানের মুখ থেকেই, ‘আমার শাশুড়ি তখন কিছুতেই আমাকে জামাই হিসেবে মেনে নিতে পারছিলেন না। অনেক যুদ্ধ করে মৌকে ঘরে তুলেছি। আমি মনে করি, এখনো আমরা ব্যক্তিজীবনে সফল জুটি। আমাদের ভালোবাসায় দুজন দুজনের প্রতি বিশ্বাস, সম্মান, শ্রদ্ধা আছে বলেই এটা সম্ভব হয়েছে। ভালোবাসা নিয়ে আমার চিন্তা সরল রৈখিক। মানুষের মৌলিক হৃদয়বৃত্তিই ভালোবাসা।’

জাহিদ হাসান মনে করেন ভালোবাসার কোনো শ্রেণি নেই, থাকা উচিত নয়। ভালোবাসার প্রকাশ থাকা উচিত ৩৬৫ দিনই।

সূত্র: সমকাল।

Advertisement