Homeসব খবরজেলার খবরজালে ধরা পড়ল তিন কেজি ওজনের ইলিশ

জালে ধরা পড়ল তিন কেজি ওজনের ইলিশ

মঙ্গলবার (২৮ নভেম্বর) বিকেল তিনটার দিকে বরগুনার পায়রা নদীতে প্রায় তিন কেজি ওজনের একটি ইলিশ মাছ ধরা পড়েছে। তালতীল উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের খোট্রারচর এলাকার পায়রা নদীতে জেলে ইসমাইলের জালে মাছটি ধরা পড়ে। পরে মাছটি পাঁচ হাজার ৫৫০ টাকায় বিক্রি করা হয়।

ইসমাইল বলেন, দুপুরের জোয়ারের সময় আমি নদীতে জাল ফেলি।‌ বিকেল তিনটার দিকে জাল তুলতে গিয়ে মাছটি পাই। পরে মাছটি তালতলীর মৎস্য আড়তদার মজিবর ফকিরের কাছে পাঁচ হাজার ৫৫০ টাকায় বিক্রি করি। মাছটির ওজন হয়েছে দুই কেজি ৮০০ গ্রাম।

আড়তদার মজিবর ফকির বলেন, এ ধরনের ইলিশকে রাজা ইলিশ বলা হয়। সচরাচর এতো বড় ইলিশ পাওয়া যায় না। মাছটি আমি ঢাকা পাঠিয়েছি। আশা করি ভালো দামে মাছটি বিক্রি হবে।

Advertisement