Homeসব খবরক্রিকেটজানুয়ারি থেকে জাতীয় দলের ক্রিকেটারদের ছুটির জন্য আলাদা নিয়ম...

জানুয়ারি থেকে জাতীয় দলের ক্রিকেটারদের ছুটির জন্য আলাদা নিয়ম করছে বিসিবি

সাকিব আল হাসানের ছুটি মঞ্জুর করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আজ দুপুরে সাংবাদিকদের সাথে আলাপকালে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন এই তথ্য। ছুটি মঞ্জুর হওয়ার নিউজিল্যান্ড সিরিজে সাকিবকে পাচ্ছে না বাংলাদেশ।

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের পর আগামী ৯ ডিসেম্বর দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নিউজিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ। ইতিমধ্যেই নিউজিল্যান্ডের সিরিজের জন্য চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সেখানে সাকিব আল হাসানকে রেখেই স্কোয়াড ঘোষণা করেছিল নির্বাচকেরা।

স্কোয়াড ঘোষণার কিছু সময় পরেই পারিবারিক কারণে নিউজিল্যান্ড সফর থেকে ছুটি চান সাকিব আল হাসান। সোমবার হোটেল সোনারগাঁওয়ে বোর্ড পরিচালকদের নিয়ে আলোচনায় বসেছিলেন নাজমুল হাসান। সেখান থেকে বেরিয়ে তিনি বলেছেন, “সাকিবের ব্যাপার ভিন্ন। ও তো আর ইনজুরিতে না। বা বিশ্রামও চায়নি। ও বিরতি চেয়েছে। কারণ, ফ্যামিলি ইমার্জেন্সি। পারিবারিক কারণে ছুটি চেয়েছে। বিরতি চেয়েছে। এটা কিন্তু বিশ্রাম বা ইনজুরি না। নিশ্চিতভাবেই সাকিব আমাদের অতি গুরুত্বপূর্ণ ক্রিকেটার। এটাতে কোনো সন্দেহ নেই।”

যে কোনো ক্রিকেটার বিশ্রাম বা ছুটি চাইলে পাবেন। বিসিবির তাতে কোনো আপত্তি নেই। তবে সিরিজ শুরুর আগে হুট করে আবেদন করলে চলবে না। এমন কথাও বলেছেন নাজমুল হাসান। তিনি জানিয়েছেন জানুয়ারি থেকে কোন ক্রিকেটারের ছুটির প্রয়োজন হলে তা অনেক আগেই বিসিবির কাছে আবেদন করতে হবে ক্রিকেটারদের।

সেইসাথে ক্রিকেটারদের ছুটি দিতে বিসিবির কোন আপত্তি নাই বলে জানিয়েছেন নাজমুল হাসান পাপন। তিনি বলেছেন, “বিশ্রাম দিয়ে খেলানো… যার বিশ্রাম দরকার তাকে তো বিশ্রাম দিয়ে খেলাতে হবে।

“সে একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় হোক বা না হোক। তবে আমি এই জিনিসটা আগের থেকে বলে আসছি, কেউ যদি ছুটি চায় বা খেলতে না চায়, বিশ্রাম বা বিরতি চায় আমাদের তাতে কোনো আপত্তি নেই। এটা বোধহয় অনেক দিন ধরে দেখেছেন। আমরা এখানে জোর দিচ্ছি।”

“যে জিনিসটা হচ্ছে, আমরা তাদের থেকে আগাম জানতে চাই। হঠাৎ করে একটা সিরিজের আগ মুহূর্তে হলে আমাদের জন্য সমস্যা। আমরা জানুয়ারি থেকে এটা করতে যাচ্ছি। কারো যদি বিরতি লাগে, ছুটি লাগে আমাদের যেন আগে থেকে জানানো হয়। তাহলে আমরা অন্য খেলোয়াড়দের প্রস্তুত করতে পারব।’ – যোগ করেন নাজমুল হাসান।

Advertisement